সৌরভ মাজি: “ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার… আসবাব দামি দামি, সব থেকে কম দামি ছিলাম একমাত্র আমি… আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম..”৷
নচিকেতা চক্রবর্তীর এই গানের কলিই মৈনাকের বাবার মনের কথা বলছে৷ খড়গপুর আইআইটি-র কৃতী ছাত্র থেকে আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কৃতী গবেষক মৈনাক সরকার৷ ছেলে মস্ত মানুষ হলেও শেষ বয়সে তাঁর বাবা সত্যেন্দ্র সরকারের ঠাঁই হয়েছিল বৃদ্ধাশ্রমে৷ বিক্রি করে দিলেও ছেলের বেড়ে ওঠার বাড়িটার টানে বারবার ছুটে যেতেন দুর্গাপুরের বিধাননগরে সরকারি আবাসন এলাকায়৷ ৮/২/২০ নম্বর ফ্ল্যাটটার মালিকের সঙ্গে দেখা করে ফ্ল্যাটের চার দেওয়ালের মধ্যে অতীতকে খুঁজতেন৷ যে ঘরের মধ্যে দুই ছেলেমেয়েকে হাত ধরে হাঁটতে শিখিয়েছেন, সেই ঘরে বসে চায়ের কাপে চুমুক দিয়ে স্মৃতি রোমন্থন করতেন৷ ঘণ্টাখানেক কাটিয়ে ফিরে যেতেন আবার সেই বৃাশ্রমে৷ একবুক যন্ত্রণা নিয়ে বছর তিনেক আগে মারাও গিয়েছেন তিনি৷ মৃত্যুকালেও ছেলের সান্নিধ্য পাননি তিনি৷
বৃদ্ধাশ্রমে থাকলেও ছেলের আর এক কীর্তি অবশ্য দেখে যেতে হয়নি সত্যেন্দ্রবাবুকে৷ ‘ব্রিলিয়াণ্ট’ ছেলে যে কাউকে খুন করতে পারে সেটা অন্তত তাঁকে আর শুনতে হয়নি৷ সুদূর আমেরিকায় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কৃতী বাঙালি গবেষক মৈনাক স্ত্রী ও এক অধ্যাপককে গুলি করে খুন করেছে৷ তার পর আত্মঘাতী হয়েছে নিজেও৷ আর এক অধ্যাপককে খুন করার পরিকল্পনাও নাকি ছিল তার৷
তবে সে যে এমন কাণ্ড ঘটাতে পারে তা যেন বিশ্বাসই করতে পারছে না ছোটবেলায় যে শহরে বেড়ে উঠেছে মৈনাক, সেই দুর্গাপুরের বাসিন্দারা৷ যেন স্তব্ধ হয়ে গিয়েছে গোটা শহর৷ মৈনাকের বাবা দুর্গাপুরের এবিএল কারখানায় কাজ করতেন৷ দুর্গাপুরেরই বিধাননগরে সরকারি আবাসনের ফ্ল্যাটে থাকতেন৷ মৈনাক দশম শ্রেণি পর্যন্ত দুর্গাপুরের সেণ্ট মাইকেল স্কুলে পড়াশোনা করেছে৷ ১৯৯৪ সালে সেখান থেকে ৯০ শতাংশের উপর নম্বর পেয়ে পাস করে বিধানচন্দ্র ইনস্টিটিউশনে ভর্তি হয়৷ সেখান থেকে উচচমাধ্যমিক পাস করে মৈনাক৷ তারপর খড়গপুর আইআইটি৷ মৈনাকের দিদি সৌমিও কৃতী ছাত্রী ছিলেন৷ তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার৷ থাকেন কলকাতায়৷
বিধাননগরে সরকারি আবাসন এলাকার সকলে মৈনাককে বুড়ো নামে চিনতেন৷ মৈনাকের ডাকনাম বুড়ো৷ পাড়ার সকলে এই নামেই বেশি চিনতেন তাকে৷ বিভিন্ন্ সংবাদমাধ্যমে ‘ভাল ছেলের’ নতুন কীর্তির কথা শুনে হতবাক তাঁরা৷ বুড়ো এই কাজ করতে পারে বিশ্বাস করতে পারছেন না তাঁরা৷ মৈনাকের স্কুলের শিক্ষক, শিক্ষিকা থেকে পরিচিতরা কোনওভাবেই মেলাতে পারছেন না তাঁর দু’টি চরিত্রকে৷ কীভাবে করল মৈনাক এমন কাজ সেটাই বোধগম্য হচেছ না তাঁদের৷ মৈনাকদের বিধাননগরের ফ্ল্যাটটি কিনেছেন কলকাতার সল্টলেকের চম্পা মজুমদার ও উত্তম মজুমদার৷ শুক্রবার চম্পাদেবীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছিল৷ তিনি জানান, বছর বারো আগে ফ্ল্যাটটি তাঁরা কেনেন সত্যেন্দ্রবাবুর কাছ থেকে৷ মৈনাককে অবশ্য তাঁরা কোনওদিন দেখেননি৷
চম্পাদেবী বলেন, “মৈনাকের ছোটবেলার কথা বিশেষ জানি না৷ সত্যেন্দ্রবাবু ফ্ল্যাট বিক্রির পরেও প্রতি ছয়মাস অন্তর একবার করে আসতেন এখানে৷ এমআইএস তুলতে এলে ফ্ল্যাটে আসতেন৷ তাঁর সঙ্গে কথা বলেই জেনেছিলাম বৃাশ্রমে থাকতেন৷’’ কেন? চম্পাদেবী বলেন, ‘‘একবার সত্যেন্দ্রবাবু এসে জানান তিনি অসুস্হ৷ আমি বলেছিলাম ছেলের কাছে চলে যাচেছন না কেন? তখন তিনি জানান, ছেলে বিদেশি মেয়েকে বিয়ে করেছে৷ ওর সংসারে গিয়ে থাকা সম্ভব নয়৷ মেয়েরও সংসার রয়েছে৷ স্ত্রী মারা গিয়েছেন, ছেলের কাছে থাকতে পারবেন না, তাই বৃাশ্রমে থাকবেন বলে ফ্ল্যাটটা বিক্রি করে দিয়েছেন বলেও জানান সত্যেন্দ্রবাবু৷ খুব খারাপ লেগেছিল আমার৷ শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকেন শুনে৷”
তবে মৈনাক যে মেধাবী ছিল তা ফ্ল্যাট কেনার পর টের পেয়েছিলেন চম্পাদেবীরা৷ কেনার পর ফ্ল্যাট সাজানোর সময় দেখেন একটা বিছানার চাদর পড়ে রয়েছে৷ আর চাদড়জুড়ে শুধুই অঙ্কের অাঁকিবুকি৷ ভেবেছিলেন নকশাটাই বোধহয় এমন৷ কিন্তু বাথরুমে গিয়ে তাজ্জব হয়ে যান, সেখানেও দেয়ালজুড়ে শুধু অঙ্কের সমাধান করা রয়েছে৷ পরে সত্যেন্দ্রবাবুর কাছে জানতে পারেন মৈনাক করেছে ওই সব৷ পাড়ার বাসিন্দা পূর্ণিমা মাইতি, বিশ্বজিত্ মাইতি, মীরা দত্তরা খবর শুনে শুক্রবার হাজির হয়েছিলেন মৈনাকের বাড়ির সামনে৷ পুলিশও এসেছিল খোঁজখবর করতে৷ বিশ্বজিত্ মাইতি জানান, পড়াশোনায় খুব ভাল ছিল৷ তার পর তো বিদেশ চলে যায়৷ বিশেষ আর যোগাযোগ ছিল না কারও সঙ্গে৷ একটা ঘটনার কথা সকলেরই মনে আছে৷ ছেলের পড়াশোনায় একফোঁটা ব্যাঘাত না ঘটে তার জন্য ফ্ল্যাটের কলিং বেল খুলে রাখতেন মৈনাকের মা৷ পাছে কেউ কলিং বেল বাজালে ছেলের মনঃসংযোগে ব্যাঘাত ঘটে৷
তেমনই লস অ্যাঞ্জেলেসের দুঁদে গোয়েন্দারাও তদন্তে নেমে এখনও থইকূল করতে পারছেন না, ঠিক কী কারণে মৈনাক অধ্যাপক উইলিয়াম ক্লুগ ও নিজের প্রাক্তন স্ত্রী অ্যাশলে হাস্টকে খুন করলেন৷ মৈনাকের এবং হাস্টের কম্পিউটার হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ তবে তার থেকে এখনও তেমন কোনও সূত্র মেলেনি৷ ফরেন্সিক পরীক্ষা হচেছ সুইসাইড নোটেরও৷ তবে পুলিশকে ভাবাচ্ছে ইউএলসিএতে অধ্যাপক ক্লুগের অফিসে পাওয়া মৈনাকের লেখা একটি ছোট চিরকুট– ‘চেক আউট মাই ক্যাট’৷ ধাঁধার উত্তর খুঁজছেন গোয়েন্দারা৷ লস অ্যাঞ্জেলেস পুলিশকে তদন্তে সাহায্য করছে এফবিআই৷ মৈনাকের ই-মেল খোলা গেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে বলে আশা গোয়েন্দাদের৷
পুলিশ জানিয়েছে, অ্যাশলে হাস্টকে ২০১১ সালে বিয়ে করেছিলেন মৈনাক৷ তবে সেই বিয়ে এক বছরও টেকেনি৷ জোড়া খুনের একমাত্র কারণ কম্পিউটার কোড চুরি, এমনটা মনে করছেন না গোয়েন্দারা৷ কারণ খুনের জন্য এটি অত্যন্ত তুচ্ছ বলেই তাঁদের দাবি৷ স্থানীয় সংবাদমাধ্যম এবং ইউসিএলএ-র বেশিরভাগ অধ্যাপকই দাবি করেছেন, ক্লুগ সম্পর্কে মৈনাক যে অভিযোগ করেছেন তা ঠিক নয়৷ এখানেই ক্লুগ-মৈনাক ব্যক্তিগত শত্রূতা নিয়ে নতুন করে ভাবছেন গোয়েন্দারা৷
এদিকে, মৈনাক মনে পড়িয়ে দিয়েছে ছয়ের দশকের ঠিক এমনই একটি ঘটনা৷ ১৯৬৯ সালে এমনই এক কৃতী বঙ্গসন্তান প্রসেনজিত্ পোদ্দার আমেরিকার বার্কলেতে তাঁর বান্ধবীকে নৃশংসভাবে হত্যা করে৷ মৈনাকের মতোই মেধাবী ছাত্র বালুরঘাটের প্রসেনজিৎ খড়গপুর আইআইটি থেকে পাস করে পাড়ি দিয়েছিল ইঞ্জিনিয়ারদের মক্কা আমেরিকায়৷ অদ্ভুত সমাপতন? নাকি, ভারতের ছোট শহরের মধ্যবিত্ত মানসিকতা থেকে একেবারে আমেরিকার মতো উদার দেশে পৌঁছে মানসিক ভাবে সংস্কৃতি রপ্ত করতে পারছেন না এই মেধাবীরা, তাই তাঁদের এমন পরিণতি? ভাবাচ্ছেন প্রসেনজিৎ-মৈনাকরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.