Advertisement
Advertisement

ভারতের চিন্তা বাড়িয়ে পাকিস্তানকে এফ-১৬ যুদ্ধবিমান নিয়ে সাহায্যের বার্তা আমেরিকার

পাক প্রধানমন্ত্রীর অনুরোধ রাখলেন মার্কিন প্রেসিডেন্ট৷

U.S. approves to support Pakistan’s F-16 fighter jets
Published by: Tanujit Das
  • Posted:July 27, 2019 5:22 pm
  • Updated:July 27, 2019 5:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই প্রথমবারের জন্য পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করেছেন তিনি৷ কাশ্মীর ইস্যুতে উসকে দিয়েছেন বিতর্ক৷ প্রবল ভাবে সমালোচিত হয়েছেন৷ আর এরপরই আরও বড় সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ সূত্রের খবর, তাঁর নির্দেশে এবার পাকিস্তানকে এফ-১৬ যুদ্ধবিমান সংক্রান্ত সব ধরনের সাহায্য করতে চলেছে আমেরিকা৷ এবং সেই উদ্দেশে ১২৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের চুক্তিও স্বাক্ষর করেছে ওয়াশিংটন ও ইসলামাবাদ৷ ভারতীয় মুদ্রায় যার মূল্য সাড়ে আটশো কোটি টাকা।

[ আরও পড়ুন: শ্রীলঙ্কায় সেনা-আইএস গুলির লড়াই, নিহত অন্তত ১৫]

Advertisement

জানা গিয়েছে, এই চুক্তির শর্তানুযায়ী পাকিস্তানকে এফ-১৬ যুদ্ধবিমান সংক্রান্ত প্রযুক্তিগত সাহায্য করবে আমেরিকা৷ এছাড়া বিমানগুলোকে দেখভাল করবে ট্রাম্প প্রশাসন৷ যার দায়িত্ব দেওয়া হয়েছে ৬০টি সংস্থাকে৷ যদিও, গত বছর থেকেই নিরাপত্তা খাতে পাকিস্তানকে আর্থিক সাহায্য বন্ধ করেছে পাকিস্তান৷ তাও এই চুক্তি পূর্ববর্তী সিদ্ধান্তকে লঙ্ঘন করবে না বলেই আশ্বাস দিয়েছেন মার্কিন বিদেশ দপ্তরের এক আধিকর্তা৷ তিনি জানান, “২০১৮-তে পাকিস্তানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা অপরিবর্তিত থাকছে। তবে, প্রেসিডেন্টের নির্দেশ মেনে এবং আমেরিকা-পাকিস্তানের সম্পর্কের কথা মাথায় রেখে, আমরা ওদের কিছু সাহায্য করব। ফলে এই চুক্তির দ্বারা আমাদের বৈদেশিক নীতি যেমন বজায় থাকবে, তেমনই জাতীয় নিরাপত্তাও বজায় থাকবে।”

[ আরও পড়ুন: অবশেষ মুক্তি পেলেন ইরানে আটক ৯ ভারতীয় নাবিক ]

ওয়াশিংটন সূত্রে খবর, সদ্য মার্কিন সফরে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপন করেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ এফ-১৬ বিমান সংক্রান্ত প্রযুক্তিগত সাহায্য চালিয়ে যাওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন তিনি। সেই অনুরোধেরই ফসল ট্রাম্পের এই সাহায্যে সিদ্ধান্ত, এমনই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ৷ তবে এই সিদ্ধান্তের পিছনে আরও একটা কারণ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ তাঁদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে বকলমে ভারতকে বার্তা দিতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ কাশ্মীর ইস্যুতে বিতর্কিত মন্তব্য করায় যেভাবে মার্কিন প্রেসিডেন্টের বিরোধিতা করেছে নয়াদিল্লি, তাতে রুষ্ট ট্রাম্প৷ সেজন্যই ইসলামাবাদকে সাহায্যের রাস্তায় হেঁটে ভারতকে জব্দ করতে চাইছেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement