সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মায়ানমারের (Myanmar) সামরিক জুন্টার নিন্দায় প্রস্তাব পাশ রাষ্ট্রসংঘে। একইসঙ্গে নেত্রী আং সান সু কি-সহ আটক নেতাদের মুক্তির দাবিতে আন্তর্জাতিক মঞ্চে সরব হয়েছে ভারত (India)।
India welcomes ASEAN initiative on Myanmar & ‘Five-Point Consensus’. Our diplomatic engagements will be aimed at strengthening these efforts. We call for upholding the rule of law & release of detained leaders: India’s Ambassador to UN on UNGA Adoption of resolution on Myanmar pic.twitter.com/rM4xJix8WW
— ANI (@ANI) June 19, 2021
শুক্রবার দেশের সেনাশাসকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আরজি জানান রাষ্ট্রসংঘে সু কি সরকারের নিযুক্ত মায়ানমারের দূত কিয়াও ময়ে তুন। তাৎপর্যপূর্ণভাবে, ‘অবাধ্য’ তুনের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগ এনেছে জুন্টা। কিন্তু তাঁকেই মায়ানমারের স্বীকৃতি হিসেবে গণ্য করে রাষ্ট্রসংঘ। এদিন রাষ্ট্রদূত তুনের আরজির পরই জুন্টায় নিন্দায় প্রস্তাব আনা হয় রাষ্ট্রসংঘের সাধারণ সভায়। ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১১৯টি। বিপক্ষে যায় ৩৬টি ভোট। ওই প্রস্তাবে সাফ বলা হয়েছে, জুন্টার উচিত গণতান্ত্রিক সরকারের প্রতি সম্মান প্রদর্শন করে আটক নেতাদের মুক্তি দেওয়া। এছাড়া, দেশটির সেনাশাসকদের কাছে অস্ত্র বিক্রি না করার আরজিও জানায় আন্তর্জাতিক মঞ্চটি। এই বিষয়ে রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি বলেন, “মায়ানমার নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট। সে দেশে বন্দি গণতান্ত্রিক সরকারের প্রতিনিধিদের মুক্তির দাবি জানাচ্ছি আমরা। কোনও ধরনের হিংসা সমর্থনযোগ্য নয়। মায়ানমারের গণতন্ত্র ফেরাতে সমস্ত সম্ভব চেষ্টা করবে ভারত।”
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে সেনা অভ্যুত্থানের পর থেকেই মায়ানমারের (Myanmar) পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। গণতন্ত্রকামীদের প্রবল বিক্ষোভের পর এবার বার্মিজ সেনার বিরুদ্ধে মোর্চা খুলেছে বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন। সামরিক জুন্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছে বেশ কয়েকটি বিদ্রোহী সংগঠন। এবার রাষ্ট্রসংঘেও চাপের মুখে পড়েছে দেশটির সেনাশাসকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.