Advertisement
Advertisement

চিনের দিকে ধেয়ে আসছে বিধ্বংসী টাইফুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

ফিলিপিন্সে মৃত ২৫, হতাহত বাড়ার আশঙ্কা৷

Typhoon Mangkhut moves towards China
Published by: Tanujit Das
  • Posted:September 16, 2018 12:59 pm
  • Updated:September 16, 2018 12:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিলিপিন্সকে কার্যত লণ্ডভণ্ড করেছে শক্তিশালী টাইফুন মাংখুট৷ ঝড়ের প্রবল দাপটে এখনও পর্যন্ত মৃতে সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জন৷ ক্ষয়ক্ষতির পরিমাণও প্রচুর৷ আটলান্টিক মহাসাগরে সৃষ্ট এই টাইফুনকে ক্যাটাগরি-৫ শ্রেণিভুক্ত করে সুপার টাইফুনের তকমা দেওয়া হয়েছে৷ সূত্রের খবর, ফিলিপিন্সের উপর দিয়ে এবার ধীরে ধীরে চিনের দিকে এগোচ্ছে এই বিধ্বংসী টাইফুন মাংখুট৷

[দেশ চালানোর টাকা নেই! চরম বেকারত্ব সমস্যায় ভুগছে পাকিস্তান]

Advertisement

জানা গিয়েছে, এই ঝড়ের প্রভাবে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে ফিলিপিন্সের একাধিক শহর৷ ভেঙে গিয়েছে বহু বাড়ি, বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, গাছ ভেঙে পড়েছে, রাস্তাঘাটও ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস৷ এই শহরগুলি থেকে এক লাখের বেশি মানুষকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে৷ তাঁদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে৷ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ফিলিপিন্সের কাগায়ান প্রদেশে আঘাত হানে এই টাইফুন৷ তারপর সেটি সরে যায় ইসাবেলা প্রদেশের দিকে৷ আবহাওয়াবিদদের মতে, এরপর ঝড়টি হংকংয়ের দিকে অগ্রসর হবে এবং একটা সময় চিনে আঘাত করবে৷ এরফলে ক্ষতিগ্রস্ত হতে পারে লাল চিনের দক্ষিণাংশের তিনটি প্রদেশ গুয়াংডং, গুয়াংশি এবং হাইনান৷ টাইফুন মাংখুট মোকাবেলায় ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে এই প্রদেশগুলি৷

[হিন্দুত্ববাদের বাড়বাড়ন্তে ‘ধর্মনিরপেক্ষ’ তকমা হারাচ্ছে ভারত]

একই ভাবে হ্যারিকেন ফ্লোরেন্সের দাপটে বিপর্যস্ত মার্কিন মুলুক৷ এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ ক্যাটাগরি-৫ থেকে শক্তি কমিয়ে ক্যাটাগরি-২ হয়েছে হ্যারিকেন ফ্লোরেন্স৷ গত শুক্রবার আমেরিকার ক্যারোলিনার উত্তর ও দক্ষিণাংশে আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড়৷ তখন তার গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার৷ ক্যারোলিনা ছাড়াও এর প্রভাব পড়েছে ভার্জিনিয়ার বেশ কিছু এলাকায়৷ ১৫ লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ আমেরিকার ইতিহাসে অন্যতম ভয়ংকর ঘূর্ণিঝড় বলে চিহ্নিত করা হয়েছে হ্যারিকেন ফ্লোরেন্সকে৷ যদিও হ্যারিকেন ফ্লোরেন্সের লড়াই করার ক্ষমতা তাঁদের রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ক্যারোলিনাবাসীকে আতঙ্কিত না হওয়ার আশ্বাসও দেন তিনি৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement