সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহিত স্ত্রীদের নিজেদের পণ্য মনে করতেন অভিযুক্তরা৷ দীর্ঘদিন ধরে ১৯০০ বারেরও বেশি নিজের স্ত্রীর উপর যৌন অত্যাচার ও শারীরিক নির্যাতন চালিয়েছে তারা৷ নৃশংসতার মাত্রা বাড়াতে ব্যবহার করেছে বাড়িতে পোষা অজগর সাপকে৷ এমন দুই ভয়ঙ্কর অভিযুক্ত ব্রায়ান ম্যাকট্যাগার্ট ও জন ডিকসনকে দৃষ্টান্তমূলক শাস্তি দিল স্কটল্যান্ডের গ্লাসগো হাই কোর্ট৷ একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অন্যজনকে চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনার আদালত৷
[সংঘর্ষ ছেড়ে বন্ধুত্বের বার্তা! বলিউডের গানে কোমর দোলালেন ভারত-পাক জওয়ানরা]
১৯৮০-তে ক্যাথলিন ম্যাকুরচেনের সঙ্গে বিয়ে করেন ব্রায়ান ম্যাকট্যাগার্ট৷ ক্যাথলিন জানান, বিয়ের প্রথমদিকে সবকিছু ঠিকঠাক থাকলেও, ধীরে ধীরে বদলাতে থাকে ব্রায়ানের স্বভাব৷ তাঁর উপর বাড়তে থাকে অত্যাচারের মাত্রা৷ দশ বছরের বিবাহিত জীবনে ন’শোবার তাঁকে যৌন হেনস্তা করে অভিযুক্ত৷ এমনকি নিজের ছেলেকেও বাদ দেয়নি ব্রায়ান৷ নিজের যৌন লালসা মেটাতে দাস হিসাবে ব্যবহার করতে থাকে একমাত্র ছেলে ডেভিডকে৷ অত্যাচারের নৃশংসতা বোঝাতে গিয়ে আদালতে দাঁড়িয়ে ক্যাথলিন বলেন, বাথরুমে স্নান করার সময় তাঁর বাথটবে ফেলে দেওয়া হয় ইলেকট্রিক তার৷ সেই শক দেওয়া হত তাকে৷ কেবল নিজের স্ত্রী ও ছেলের উপরেই অত্যাচার করেনি অভিযুক্ত ব্রায়ান৷ জানা গিয়েছে, বিভিন্ন সময়ে তাঁর অত্যাচারের মুখে পড়েছে আরও ১৮ জন মহিলা৷ সকলেই তাঁরা আদালতে সাক্ষ্য দেন৷ ক্যাথলিন জানান, অত্যাচার চালানোর পর অদ্ভুত ব্যবহার করত ব্রায়ান৷ অনুশোচনায় তাঁর পা ধরে ক্ষমা চাইত৷ বাজার থেকে কিনে নিয়ে আসত পছন্দের ফুল৷ ক্যাথলিনের আশঙ্কা, কোনও অশুভ শক্তি বা অশুভ আত্মা ব্রায়ানকে চালনা করছে৷
[সরষের মধ্যেই ভূত! মার্কিন সেনায় ঘাঁটি গেড়েছে আইএসের চররা]
নিজের স্ত্রীর উপরে একই ধরনের অত্যাচার চালাত জন ডিকসনও৷ স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে হাজারবারেরও বেশি তাঁকে ধর্ষণ করেছে অভিযুক্ত৷ কেবল যৌন অত্যাচার বা শারীরিক অত্যাচারের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি৷ ভয়ঙ্করতম উপায় বেছে নেয় ডিকসন৷ বাড়ির পোষ্য অজগর সাপকে লেলিয়ে দেয় স্ত্রীর দিকে৷ আদালতে অভিযুক্তের স্ত্রী জানান, একদিন স্নানের সময় তাঁর বাথরুমে অজগর সাপটিকে ছেড়ে দেয় ডিকসন৷ বাইরে থেকে বন্ধ করে দেয় বাথরুমের দরজা৷ কোনক্রমে সেই যাত্রায় রক্ষা পান তিনি৷ অদ্ভুত ঘটনা হল, একই দিনে এই দুই নৃশংস মামলার শুনানিই হয় স্কটল্যান্ডের গ্লাসগো হাই কোর্ট৷ মামলা চলে পাশাপাশি দুটি কোর্ট রুমে৷ সবপক্ষের বক্তব্য শোনার পর অভিযুক্ত ব্রায়ান ম্যাকট্যাগার্টকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক এবং ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনান জন ডিকসনকে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.