Advertisement
Advertisement
China

চিনকে গোপন নথি পাচার, গ্রেপ্তার মার্কিন নৌসেনার ২ নাবিক

সর্ষের মধ্যেই ভূত!

Two US Navy sailors arrested on charges of sharing secrets with China | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:August 5, 2023 11:08 am
  • Updated:August 5, 2023 11:08 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সর্ষের মধ্যেই ভূত! চিনকে গোপন নথি পাচারের অভিযোগে গ্রেপ্তার মার্কিন নৌসেনার দুই কর্মী। এই বিষয়ে তদন্ত চলছে। নৌবাহিনীর অন্দরের খবর কতটা লালফৌজের হাতে গিয়েছে তা জানতে তৎপর হয়েছে মার্কিন গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার মার্কিন নৌসেনার আধিকারিকরা জানান, গ্রেপ্তার দুই নৌসেনা কর্মী হলেন পেটি অফিসার ওয়েনহেং ঝাও ও জিনচাও ওয়ে। বছর ছাব্বিশের ঝাওয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। প্রায় ১৫ হাজার ডলারের বিনিময়ে মার্কিন সামরিক বাহিনীর স্পর্শকাতর তথ্যের ছবি ও ভিডিও পাচার করেছেন বলে ঝাও বলে অভিযোগ। ওয়ের বয়স এখনও প্রকাশ করা হয়নি। কয়েক হাজার ডলারের বিনিময়ে তিনি চিনের কাছে দেশের প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য পাঠানোর ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। এই বিষয়ে আমেরিকার সহকারী অ্যাটর্নি জেনারেল ম্যাট ওলসেন সান ডিয়াগোতে এক সংবাদ সম্মেলনে বলেন, “এমন লোকের জন্যই দেশের গোপন তথ্য চিনের হাতে চলে যায়।”

Advertisement

[আরও পড়ুন: তাইওয়ানে হামলা করলেই ‘শিক্ষা’ দেবে ভারত-আমেরিকা, ভয় বেজিংয়ের! দাবি চিনা রিপোর্টেই!]

রয়টার্স সূত্রে খবর, ঝাও তাঁর চিনা ‘হ্যান্ডলার’ বা নির্দেশদাতার কাছে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর মহড়ার পরিকল্পনা পৌঁছে দিয়েছেন। শুধু তাই নয়, জাপানের ওকিনাওয়ায় মার্কিন সামরিক ঘাঁটির রাডার সিস্টেমের ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম ও ব্লুপ্রিন্ট এবং লস অ্যাঞ্জেলসের কাছে ভেনচুর কাউন্টি ও স্যান ক্লিমেন্টি দ্বীপে মার্কিন নৌঘাঁটিগুলির তথ্য পাচার করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

ওয়ের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, তিনি যে উভয়চর অ্যাসল্ট রণতরীতে কাজ করতেন সেই ইউএসএস এসেক্সের বিষয়ে তথ্য ফাঁস করেছেন, এর পাশাপাশি অন্যান্য মার্কিন যুদ্ধজাহাজের বিষয়েও তথ্য পাচার করেছেন। তিনি এসেক্সের অস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা ও অভিযানের বহু নকশা ও নথি প্রতিপক্ষের হাতে তুলে দিয়েছেন।

[আরও পড়ুন: মার্কিন প্রযুক্তি ব্যবহার করেই আমেরিকার উপর নজরদারি! চিনা বেলুন নিয়ে বিস্ফোরক দাবি নয়া রিপোর্টে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement