Advertisement
Advertisement
New York hate crime

নিউ ইয়র্কে বর্ণবিদ্বেষের শিকার দুই ভারতীয় বংশোদ্ভূত শিখ, মারধরের পর খোলা হল পাগড়ি

সপ্তাহখানেক আগে একই জায়গায় আক্রান্ত হন এক শিখ বৃদ্ধ।

Two Sikh men were assaulted in an alleged hate crime incident in Richmond Hills area of New York | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 13, 2022 9:04 am
  • Updated:April 13, 2022 9:04 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মার্কিন মুলুকে বর্ণবিদ্বেষের শিকার হতে হল দুই ভারতীয় বংশোদ্ভূত শিখকে। মঙ্গলবার নিউ ইয়র্কের রিচমন্ড হিল (Richmond Hills) এলাকায় ওই দুই শিখ যুবকের উপর হামলা হয় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করে একজনকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Japneet Singh For New York (@japneetsinghforny)

Advertisement

প্রাথমিক সূত্রের খবর, নিউ ইয়র্কের (New York) রিচমন্ড হিল এলাকায় ওই দুই শিখ যুবক মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। সেসময় তাদের উপর দুষ্কৃতীরা হামলা করে। তাঁদের মারধর করে পাগড়ি খুলে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনাচক্রে রিচমন্ড হিল এলাকার ঠিক এই জায়গাটিতেই সপ্তাহখানেক আগে এক শিখ বৃদ্ধের উপর হামলা হয়। মর্নিং ওয়াকে গিয়েই ওই বৃদ্ধ আক্রান্ত হন। সেই ঘটনার প্রতিবাদে গত শনিবারও রিচমন্ড হিলে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় শিখ সম্প্রদায়ের বহু মানুষ। তারপরই মঙ্গলবারের ঘটনা, প্রবাসী ভারতীয় বংশোদ্ভূতদের নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে দিল।

[আরও পড়ুন: উত্তরপ্রদেশের বিধান পরিষদ নির্বাচনেও ‘ক্লিন সুইপ’ বিজেপির, কাঁটা শুধু বারাণসীর হার]

মঙ্গলবার দুই যুবকের উপর হামলার ঘটনাকে ‘বিদ্বেষমূলক ঘটনা’ বলে অভিযোগ করেছেন স্থানীয় শিখ (Sikh) সম্প্রদায়ের নেতারা। ইতিমধ্যেই প্রশাসনের কাছে এ বিষয়ে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনার নিন্দা করেছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটি জেমস। নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির শিখ সদস্যা জেনিফার রাজকুমারও এই ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ,”গত কয়েক বছরে আমেরিকায় শিখদের প্রতি অত্যাচার ২০০ শতাংশ বেড়ে গিয়েছে। এই দুটি ঘটনাকেই বিদ্বেষমূলক ঘটনা হিসাবে তদন্ত করতে হবে। এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।”

[আরও পড়ুন: ‘সন্ত্রাসদমনে রাষ্ট্রপুঞ্জের নির্দেশিকা মেনে চলুন’, ভারত-আমেরিকা একযোগে কড়া বার্তা দিল আফগানিস্তানকে]

বস্তুত, মার্কিন মুলুকে জাতি তথা বর্ণবিদ্বেষ নতুন কিছু নয়। আমেরিকাবাসীদের কাছে ভারতীয় বংশোদ্ভূতদের আক্রান্ত হওয়ার ঘটনা আকছার ঘটছে। এবার এ ব্যাপারে দৃষ্টান্তমূলক পদক্ষেপ চাইছে সেদেশের ভারতীয় বংশোদ্ভূতরা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement