Advertisement
Advertisement

Breaking News

Russia

ইউক্রেনীয়দের দেওয়া ‘বিষাক্ত’ খাবার খেয়ে মৃত ২ রুশ সেনা, আশঙ্কাজনক ২৮

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

Two Russian soldiers die and 28 are in hospital ‘after being fed poisoned pies’ | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:April 4, 2022 10:10 am
  • Updated:April 4, 2022 10:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেনীয়দের (Ukraine) দেওয়া ‘বিষাক্ত’ খাবার খেয়ে মৃত দুই রুশ সেনা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি অন্তত ২৮ জন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

[আরও পড়ুন: বিদ্রোহ রুখতে মরিয়া রাজাপক্ষে, জরুরি অবস্থা-কারফিউর পর শ্রীলঙ্কায় বন্ধ সোশ্যাল মিডিয়াও]

জানা গিয়েছে, খারকভের কাছে ইজিয়াম নামের একটি শহরে স্থানীয় বাসিন্দারাই রুশ সৈনিকদের খাবার দিয়েছিল। আর তা খেয়েই অসুস্থ হয়েছেন সেনারা। ওই খাবারে বিষ ছিল বলে দাবি করা হচ্ছে। এই ঘটনায় দু’জন রুশ সেনার মৃত্যু হয়েছে। আইসিইউতে ভরতি রয়েছেন ২৮ জন। তাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ইউক্রেনের বিদেশমন্ত্রক মনে করছে, এই ঘটনার পর আরও আক্রমণাত্মক হতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, ওই এলাকায় দিয়ে যাওয়ার সময় রুশ ফৌজের তৃতীয় মোটর রাইফেল বিভাগের সেনাদের ‘বিষ মেশানো’ পাই খেতে দেন স্থানীয়রা। সেই খাবার খেয়েই দু’জনের মৃত্যু হয়েছে।

Advertisement

প্রায় দেড়মাস ধরে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে রাশিয়া (Russia)। কিন্তু এখনও রাজধানী কিয়েভ দখল করতে পারেনি পুতিনের বাহিনী। পালটা রাজধানীর আশপাশের অনেক এলাকাই হানাদারদের হাত থেকে ফের উদ্ধার করেছে জেলেনস্কির সেনা। সম্প্রতি, কিয়েভ দখল ছেড়ে রুশ সেনা সে দেশের পূর্ব সীমান্তের দিকে অভিযান করে। সে সময় কিয়েভে অনেকগুলি গণকবর উদ্ধার হয়। পিছনে হাত বাঁধা অবস্থায় প্রায় ৩০০টি সাধারণ মানুষের মৃতদেহ দেখা যায় ওই কবরগুলি থেকে। খবর অনুযায়ী, সেই প্রতিশোধস্পৃহার কারণেই ইজিয়াম জেলায় রুশ সেনাদের খাবারে বিষ মিশিয়ে থাকতে পারেন ইউক্রেনীয়রা।

উল্লেখ্য, কবে যুদ্ধ শেষ হবে, তেমন কোনও ইঙ্গিত এখনও মেলেনি। এই পরিস্থিতিতে বেশ কয়েকবার বৈঠকে বসতে দেখা গিয়েছে দুই দেশকে। কিন্তু জট কাটেনি। যদিও শেষ বৈঠকের পরে কিয়েভে বড় আকারে সেনা তৎপরতা কমানোর কথা ঘোষণা করে মস্কো। ফলে যুদ্ধ থামতে চলেছে বলেই মনে করছিলেন অনেকে। কিন্তু উদ্বেগ বাড়িয়ে আমেরিকার দাবি, রাশিয়ার সেনা তৎপরতা কমানোর দাবি মিথ্যা। পালটা, নতুন করে সেনা সাজাচ্ছে মস্কো।

[আরও পড়ুন: রাষ্ট্রসংঘে কোভ্যাক্সিনের সরবরাহে স্থগিতাদেশ জারি করল WHO! উৎপাদন কমাচ্ছে ভারত বায়োটেক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement