Advertisement
Advertisement

Breaking News

California

ফের চার্চে ঢুকে ছুরি হামলা আমেরিকায়, ক্যালিফোর্নিয়ায় মৃত ২

গুরুতর জখম বেশ কয়েকজন।

Two persons stabbed to death at a church in California, several injured| Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:November 23, 2020 3:12 pm
  • Updated:November 23, 2020 3:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভয়াবহ হামলা মার্কিন মুলুকে (US)। ক্যালিফোর্নিয়ায় (California) গির্জায় ঢুকে কুপিয়ে ২ জনকে খুন করল আততায়ীরা। গুরুতর জখম বেশ কয়েকজন। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শহরের মেয়র স্যাম লিকার্ডো। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। টুইট করে জনগণকে সতর্ক করেছে স্থানীয় পুলিস প্রশাসন।

জানা গিয়েছে, রবিবার রাতের দিকে ক্যালিফোর্নিয়া সান জোসের (San Jose) এক ব্যাপটিস্ট চার্চে ঢুকে হামলা চালায় আততায়ীরা। পুলিশ জানিয়েছে, সেসময় চার্চে বন্ধই ছিল। তবে কেউ কেউ শীত থেকে বাঁচতে চার্চ চত্বরে আশ্রয় নেয়। দুষ্কৃতীরা হামলা চালায় সেখানেই। স্থানীয় সময় তখন প্রায় রাত ৮টা ৪৫। উপর্যুপরি ছুরির আঘাতে (Stabbed) দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান। বাকিদের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। একজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে। তবে আর কে কে এই ঘটনায় জড়িত, কী উদ্দেশেই বা হামলা, কোনও সন্ত্রাসবাদী সংগঠনের হাত রয়েছে কি না, সেসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। আপাতত এলাকাটি ঘিরে দেওয়া হয়েছে। ত্রিসীমানায় কারও যাতায়াত নিষিদ্ধ।

[আরও পড়ুন: নমাজের সময় নাইজেরিয়ার মসজিদে বন্দুকবাজের হামলা, মৃত ইমাম-সহ ৫]

সম্প্রতি আমেরিকা ও ইউরোপের অন্যান্য দেশে চার্চ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ঢুকে হামলার ঘটনা বেড়েই চলেছে। অধিকাংশ ঘটনার নেপথ্যে ইসলামিক সন্ত্রাসবাদীদের যোগ মিলছে। এবার ক্যালিফোর্নিয়ার ঘটনাতেও তেমন কোনও যোগ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ছুটির দিনে সন্ধের পর এভাবে চার্চে ঢুকে নিরীহ মানুষজনকে কুপিয়ে হত্যার নেপথ্যে কোন ষড়যন্ত্র থাকতে পারে? সেই উত্তরই খুঁজছেন পুলিশকর্তারা। ঘটনার জেরে সান জোস এলাকায় আতঙ্ক বিরাজমান।

[আরও পড়ুন: ইরানের সঙ্গে আমেরিকার আণবিক চুক্তির সম্ভাবনা, সিঁদুরে মেঘ দেখছে সৌদি আরব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement