Advertisement
Advertisement
লাহোর বিমানবন্দর

লাহোর বিমানবন্দরে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলি দুষ্কৃতীদের

বন্দুকবাজের হামলায় আহত ১ যাত্রী৷

Two passengers died as unidentified attacker opened fire at Lahore airport
Published by: Sayani Sen
  • Posted:July 3, 2019 12:00 pm
  • Updated:July 3, 2019 12:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাহোর বিমানবন্দরে বন্দুকবাজের হানা৷ এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন আরও এক যাত্রী৷ তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ বন্দুকবাজের হামলার সময় উপস্থিত যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছে৷  হামলার পর থেকে বাড়ানো হয়েছে বিমানবন্দরের নিরাপত্তা৷ আপাতত বিমানবন্দর চত্বরে গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ 

[ আরও পড়ুন: উদ-আইএসআই ঘনিষ্ঠতা ফাঁসের ভয়, মতিওয়ালার প্রত্যর্পণ ঠেকাতে মরিয়া পাকিস্তান]

স্থানীয় সূত্রে খবর, এদিন লাহোরের আলমা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে একটি ট্যাক্সি এসে দাঁড়ায়৷ ওই ট্যাক্সি থেকে বেশ কয়েকজন মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় বন্দুক হাতে নামে৷ বিমানবন্দর লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা৷ বন্দুকবাজদের দেখে প্রাণভয়ে ছোটাছুটি করতে শুরু করেন যাত্রীরা৷ আর্তনাদ এবং মুহূর্মুহু গুলির শব্দে আতঙ্কের পরিবেশ তৈরি হয় বিমানবন্দর চত্বরে৷ এই ঘটনায় মোট তিনজন যাত্রী গুলিবিদ্ধ হন৷ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তাঁরা৷ রক্তাক্ত অবস্থায় বেশ কিছুক্ষণ ছটফট করতে থাকেন তাঁরা৷ মুহূর্তের মধ্যেই দুজন মারা যান৷ গুলিবিদ্ধ আরেক যাত্রীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ তাঁকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷

Advertisement

[ আরও পড়ুন: অনুমতি দিল না আদালত, থমকে গেল মালিয়াকে ভারতে ফেরানোর প্রক্রিয়া]

এই ঘটনায় এখনও পর্যন্ত দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে৷ তবে কেন তারা বিমানবন্দরে ঢুকে এভাবে নির্বিচারে গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়৷ গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে৷ হামলার পর বিমানবন্দরের নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে৷ বিমানবন্দর চত্বরে যেকোনও গাড়ি প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement