Advertisement
Advertisement
Pakistan

মাঝ আকাশে হারাল নিয়ন্ত্রণ, ভেঙে পড়ল পাক বায়ুসেনার বিমান, মৃত ২

দুর্ঘটনায় পরেই দমকলের গাড়ি ও অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছে যায়।

Two PAF pilots die as training aircraft crashes in Peshawar। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:March 22, 2022 8:47 pm
  • Updated:March 22, 2022 8:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান দুর্ঘটনার কবলে পাকিস্তানে (Pakistan) প্রাণ গেল সেদেশের বায়ুসেনার (PAF) দুই বিমান চালকের। মঙ্গলবার পেশোয়ারে বিমানটি ভেঙে পড়ে বলে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে। লাহোরের এক টেলিভিশন চ্যানেল জানিয়েছে, দুর্ঘটনার পরেই দমকলের গাড়ি ও অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।

ঠিক কী হয়েছিল? ওই টেলিভিশন চ্যানেলের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, পেশোয়ারের ওয়্যারস্যাক রোডের কাছে ভেঙে পড়ে বিমানটি। সঙ্গে সঙ্গে স্থানীয় জনতা ঘটনাস্থলে পৌঁছে যায়। দ্রুত খবর দেওয়া হয় দমকল ও অ্যাম্বুল্যান্সের কাছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হয়ে যায় দমকলের গাড়ি ও অ্যাম্বুল্যান্স। এরপরই জানা যায়, বিমানটির ভিতরে থাকা পাক বায়ুসেনার দুই পাইলটই মারা গিয়েছেন দুর্ঘটনায়।

Advertisement

[আরও পড়ুন: আগামী দিনে সব শূন্যপদ পূরণ করবে রাজ্য, দ্রুত শুরু শিক্ষক নিয়োগ, বিধানসভায় আশ্বাস ব্রাত্যর]

কী করে এই দুর্ঘটনা ঘটল, প্রশ্ন উঠছে তা নিয়ে। এমন দাবিও উঠছে, MFI-17 যুদ্ধবিমান ভেঙে পড়েছে পাকিস্তানে। এই বিমানটি বায়ুসেনায় প্রশিক্ষণের ক্ষেত্রে প্রাথমিক ধাপ বলে ধরা হয়। অর্থাৎ পাক বায়ুসেনার কোনও অফিসার বিমান চালানো শিখতে গেলে এই বিমানেই তাঁদের হাতেখড়ি হয়। কী করে এই দুর্ঘটনা ঘটল তা জানা না গেলেও অনেক প্রশ্নই উঠতে শুরু করেছে।

[আরও পড়ুন: রামপুরহাট কাণ্ডে একযোগে CBI-NIA তদন্তের দাবি শুভেন্দুর, ‘বৃহত্তর ষড়যন্ত্র’ দেখছেন কুণাল]

উল্লেখ্য, এর আগে পাকিস্তানের সরকারি বিমান সংস্থা পিআইএ-র বিমান নিয়েও বিতর্ক হয়েছিল। করাচিতে ভয়ংকর এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৯৭ জন মানুষ। সেই সময়ই অভিযোগ ওঠে, পাকিস্তানের পাইলটদের যোগ্যতা নিয়ে। খোদ বিমানমন্ত্রীই সন্দেহ প্রকাশ করেন, বহু পাইলটই ভুয়ো লাইসেন্স নিয়ে বিমান চালাচ্ছেন। সেই সময় বহু পাইলটের লাইসেন্স বাতিলও করে দেওয়া হয়েছিল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement