Advertisement
Advertisement
পাকিস্তান

এক সপ্তাহে পাকিস্তানে ধৃত দুই ভারতীয় নাগরিক

কুলভূষণের মতো গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত রাজু লক্ষ্ণণ মানে এক ব্যক্তি৷

Two Indian arrested in Pakistan allegedly for spying

ছবি: প্রতীকী

Published by: Tanujit Das
  • Posted:August 3, 2019 6:50 pm
  • Updated:August 3, 2019 6:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও কুলভূষণ কাণ্ডের পুনরাবৃত্তি! এবার গুপ্তচর সন্দেহে এবং জাল পরিচয়পত্র রাখার অভিযোগে এক সপ্তাহে দু’জন ভারতীয়কে গ্রেপ্তার করল পাক পুলিশ৷ ধৃতদের প্রথমজনের নাম রাজু লক্ষ্মণ এবং দ্বিতীয়জনের নাম পঞ্চম তেওয়ারি৷ সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের জন্য ধৃত রাজুকে অজ্ঞাত কোনও স্থানে নিয়ে গিয়েছে পাক পুলিশ৷ এবং এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না আধিকারিকরা৷

[ আরও পড়ুন: দেশভাগের ৭২ বছর পর, পাকিস্তানে খুলল ঐতিহাসিক গুরুদ্বারের দরজা ]

Advertisement

জানা গিয়েছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে ৪০০ কিলোমিটার দূরে ডেরা গাজি খান জেলা থেকে বুধবার রাজুকে গ্রেপ্তার করে পাক পুলিশ৷ তাদের দাবি, ধৃত ভারতীয় নাগরিকের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল পরিচয়পত্র৷ এবং তিনি নাকি ‘গুপ্তচরবৃত্তি’র কথা স্বীকারও করেছেন৷ পুলিশের অভিযোগ, কুলভূষণের মতোই গোপনে বালোচিস্তান প্রদেশ থেকে ডেরা গাজি খান জেলায় ঢোকার চেষ্টা করেছিলেন রাজু লক্ষ্মণ৷ তখনই পুলিশের হাতে ধরা পড়ে যান তিনি৷ তবে এ বিষয়ে মুখ খুলতে চাননি বিদেশমন্ত্রকের। 
মুখপাত্র রবীশ কুমার৷ অসমর্থিত সূত্রে পাওয়া খবর সম্পর্কে সরকার কোনও প্রতিক্রিয়া দেবে না বলে সাফ জানান তিনি। বলেন, পাক সরকারের তরফ থেকে কোনও তথ্য এলে প্রতিক্রিয়া দেবে নয়াদিল্লি৷

[ আরও পড়ুন: ভাঙল তিন দশকের রুশ-মার্কিন মিসাইল চুক্তি, ফের শুরু ঠান্ডা লড়াই!]

ঘটনার পরের দিন, বৃহস্পতিবারই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মমিনাবাদের গুজরানওয়ালা থেকে পঞ্চম তেওয়ারি নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে ফেডেরাল ইনভেস্টিকেশন এজেন্সি বা এফআইএ৷ তাদের দাবি, হিন্দু থেকে মুসলিমে ধর্মান্তরিত হোন ধৃত ব্যক্তি৷ বিয়ে করেন এক পাকিস্তানি মহিলাকে৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত ১০ বছর ধরে জাল নথিতে পাকিস্তানে বসবাস করছিলেন তিনি৷ পরিচয়পত্র থেকে শুরু করে ম্যারেজ সার্টিফিকেট ও পাসপোর্ট সবকিছুই জাল ছিল তাঁর৷ জানা গিয়েছে, কেবল পঞ্চমই নয়, সঙ্গে তার এক আত্মীয় মহম্মদ কামরানকেও গ্রেপ্তার করেছে এফআইএ৷ শুক্রবার ধৃতদের আদালতের পেশ করেন তদন্তকারীরা৷ এবং অভিযোগ করেন, জাল নথিতে পাকিস্তানে বসবাস করছিলেন পঞ্চম৷ এবং তাঁকে এই বেআইনি কাজে সাহায্য করছিল ধৃত ওই আত্মীয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement