সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিক্ষোভ সংঘর্ষে উত্তাল আফ্রিকার (Africa) দেশ কঙ্গো (Congo)। মঙ্গলবার সেখানে প্রতিবাদীদের বিক্ষোভ সামলাতে গিয়ে মৃত্যু হল রাষ্ট্রপুঞ্জের (United Nation) শান্তিরক্ষক দুই ভারতীয় জওয়ানের। মৃত দুই জওয়ান সীমান্তরক্ষী বাহিনীর (BSF) সদস্য বলে জানা গিয়েছে। তাঁদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। এইসঙ্গে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গতকাল কঙ্গোর গোমা (Goma) শহরে রাষ্ট্রপুঞ্জ বিরোধী বিক্ষোভ চলছিল। ওই বিক্ষোভো মৃত্যু হয় ৫ জনের। সংঘর্ষে জখম হয়েছেন কম পক্ষে ৫০ জন। নিহতদের মধ্যে দু’জন বিএসএফ জওয়ান। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তরেফে এক বিবৃতিতে জানানো হয়েছে, গোমা শহরের বুটেম্বো এলাকাতে রাষ্ট্রপুঞ্জ বিরোধী বিক্ষোভ চলছিল। সেখানেই নিরাপত্তার রক্ষার দায়িত্বে ছিলেন দুই ভারতীয় জওয়ান। সেই সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে গুরুতর জখম হন তাঁরা। পরে তাঁদের মৃত্যু হয়।
দুই ভারতীয় জওয়ানের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি টুইট করেন, “কঙ্গোয় দুই বিএসএফ জওয়ান যাঁরা ভারতীয় শান্তিরক্ষক হিসেবে কাজ করছিলেন, তাঁদের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। যাঁরা এই হামলা করেছেন, তাঁদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার।’
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর, গত সোমবার থেকেই বিক্ষোভ উত্তাল কঙ্গো। শয়ে শয়ে মানুষ গোমা শহরের রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তরে হামলা করে, হামলা হয় সেনাঘাঁটিতেও। প্রতিবাদীরা রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তরে ভাঙচুর চালায়, এমনকী লুটপাট চলে বলেও অভিযোগ। দাবি করা হচ্ছে, কঙ্গোর কিছু সশস্ত্র গোষ্ঠী রাষ্ট্রপুঞ্জের সম্পত্তি লুঠতে ব্যাপক অশান্তি চালাচ্ছে। প্রতিবাদীদের অনেকের কাছেই আগ্নেয়াস্ত্র ছিল বলেও জানা যাচ্ছে। তারা সংখ্যায় ছিল পাঁচশো জনের বেশি। অশান্তি সামলাতে প্রথমে কাঁদানে গ্যাস ছোঁড়ে শান্তিরক্ষা বাহিনী। তখনকার মতো বিক্ষোভকারীরা হটে গেলেও পরে ফিরে আসে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সদর দপ্তরের সাধারণ কর্মীদের হেলিকপ্টারে উড়িয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয় হয়। এমন পরিস্থিতিতেই প্রতিবাদীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই বিএসএফ জওয়ানের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.