Advertisement
Advertisement

Breaking News

ধর্মের দোহাই দিয়ে পাকিস্তানে খুন ২ হিন্দু কিশোর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে ধর্মীয় উন্মাদনার শিকার হল দুই হিন্দু কিশোর৷ কোরান অবমাননার অভিযোগে সিন্ধ প্রদেশের দুই কিশোরকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷আরও পড়ুন:কাবুলের পতনের পর প্রথমবার, তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিদেশ সচিবভারতীয় ঢোলের আওয়াজে মাতবে মার্কিন পথ, ট্রাম্পের শপথগ্রহণে চোখ ধাঁধানো আয়োজন Advertisement ধর্মীয় কারণে বেশ কয়েকদিন ধরেই উত্ত্প্ত সিন্ধ প্রদেশ৷ […]

Two boys shot dead in pakistan over blashphemy
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 27, 2016 5:31 pm
  • Updated:July 27, 2016 5:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে ধর্মীয় উন্মাদনার শিকার হল দুই হিন্দু কিশোর৷ কোরান অবমাননার অভিযোগে সিন্ধ প্রদেশের দুই কিশোরকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷

ধর্মীয় কারণে বেশ কয়েকদিন ধরেই উত্ত্প্ত সিন্ধ প্রদেশ৷ কোরান অবমাননার অভিযোগেই অমর লাল নামে এক হিন্দুকে গ্রেফতার করে পুলিশ৷ এ ঘটনাকে কেন্দ্র করেই দুই সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়৷  কোরান অবমাননার অভিযোগে উত্ত্প্ত হয়ে ওঠে এলাকা৷ মুসলমানদের বিক্ষোভ প্রায় ধর্মঘটের আকার নেয়৷ যদিও পাক পুলিশ সূত্রে খবর, মানসিক ভারসাম্যহীন ছিলেন ওই হিন্দু ব্যক্তি৷ এই সাম্প্রদায়িক উত্তেজনার মধ্যেই দুই কিশোরকে গুলি করে খুন করা হয়েছে বলে জানা যাচ্ছে৷ যদিও প্রশাসনিকভাবে এখনও এ খবর নিশ্চিত করা হয়নি৷ তবে নেটদুনিয়ায় বহু মানুষ নিহত কিশোরদের নাম দিয়ে নিশ্চিত করছেন এ খবর৷ সিন্ধ প্রদেশে সাম্প্রদায়িক উত্তেজনার খবর অবশ্য সে দেশের প্রথমসারির সংবাদ পত্র দ্য ডন-এ প্রকাশিত হয়েছে৷

Advertisement

‘ওম’ চিহ্ন দেওয়া জুতো বিক্রির ঘটনা থেকই সিন্ধ প্রদেশে সাম্প্রদায়িক উত্তেজনা চলছে| তবে তার চূড়ান্ত প্রকাশ দেখা গেল সাম্প্রতিক ঘটনায়৷ কিশোর খুনের খবরকে কেন্দ্র করে নতুন করে ছড়াচ্ছে সাম্প্রদায়িক অস্থিরতা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement