সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক মিথ্যে! বারবার সতর্ক করার পরও নিজের অবস্থানে অনড় বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কিছুতেই নির্বাচনে হার স্বীকার করতে রাজি নন তিনি। বরং টুইটারে (Twitter) ক্রমাগত নিজের জয়, নির্বাচনে রিগিং তত্ত্ব তুলে ধরছিলেন তিনি। সেই ‘অপরাধে’ আগেই তাঁর টুইট ফ্ল্যাগ করেছিল টুইটার। এবার আরও কড়া পদক্ষেপ করল মাইক্রো ব্লগিং সাইটটি।
ট্রাম্পের ওই সমস্ত বিতর্কিত টুইটগুলির লাইক, রিটুইট অপশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এমনকী, টুইটগুলির লিংকও শেয়ার করা যাচ্ছিল না। সার্চ করলেও টুইটগুলি খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে খবর। বরং লাইক বা রিটুইট করতে গেলে টুইটারের তরফে ওয়ার্নিং দেওয়া হচ্ছে।
যদিও টুইটারের তরফে দাবি করা হয়েছে, “অসাবধানতাবশত ট্রাম্পের টুইটের ওই অপশনগুলি বন্ধ হয়ে গিয়েছে। পরে তা চালু করে দেওয়া হবে।” তবে বিকৃত বা ভুয়ো তথ্য সম্বলিত টুইটকে ফ্ল্যাগ করবে টুইটার। কোনও ইউজার ওই টুইট ব্যবহার করতে গেলে তাঁকে সতর্ক করবে কর্তৃপক্ষ। উল্লেখ্য, আমেরিকার নির্বাচনের সময়কাল থেকেই ট্রাম্পের একাধিক টুইট ফ্ল্যাগ করে মাইক্রো ব্লগিং সাইটটি।
omg @jack please tell me you’ve disabled his likes and stats pic.twitter.com/qQMNMgXhTc
— Ryan D Pants (@sixfoot6) December 12, 2020
আমেরিকার মসনদে জো বিডেনের (Joe Biden) আনুষ্ঠানিকভাবে বসতে আর খুব বেশিদিন বাকি নেই। কিন্তু এখনও নিজের দাবিতে অনড় ডোনাল্ড ট্রাম্প। তিনি যেন কিছুতেই হারটা মেনে নিতে পারছেন না। শুক্রবার সুপ্রিম কোর্টেও মুখ পুড়েছে তার। তারপরে আদালতের প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন তোলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। টুইটারে লেখেন, “বৃহত্তম নির্বাচনী জালিয়াতি রুখতে সুপ্রিম কোর্টের ভূমিকা কার্যত শূন্য।” তাঁর এই টুইটটিও ফ্ল্যাগ করা হয়েছে।
The Supreme Court had ZERO interest in the merits of the greatest voter fraud ever perpetrated on the United States of America. All they were interested in is “standing”, which makes it very difficult for the President to present a case on the merits. 75,000,000 votes!
— Donald J. Trump (@realDonaldTrump) December 12, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.