Advertisement
Advertisement

লন্ডনে ভয়াবহ জঙ্গি হানার ছক বানচাল, গ্রেপ্তার ৬

নিশানায় লন্ডন!!!

Twin terror plot foiled in London, 6 arrested
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 29, 2017 6:07 am
  • Updated:April 29, 2017 6:25 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লন্ডনকে রক্তাক্ত করার জঙ্গিদের ভয়ানক ছক ভেস্তে দিল স্কটল্যান্ড ইয়ার্ড। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে দু’টি জঙ্গি হামলার ছক বানচাল করেছে নিরাপত্তারক্ষীরা। ওই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৬ সন্দেহভাজন জঙ্গিকে। হামলাকারী এক তরুণীকে গুলিও করা হয়েছে।

শুক্রবার দুপুরে লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে ছুরি নিয়ে ধরা পড়ে এক সন্দেহভাজন জঙ্গি। তার নাম খালিদ ওমর আলি বলে জানা গিয়েছে। ধৃত জঙ্গির মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ পার্লামেন্টে হামলা চালানো। এরপর গোয়েন্দাদের দেওয়া গোপন খবরে উপর ভিত্তি করে শুক্রবার সন্ধে সাতটা নাগাদ উত্তর-পশ্চিম লন্ডনের একটি বাড়িতে অভিযান চালায় লন্ডন পুলিশের সশস্ত্র বাহিনী। গ্রেপ্তার করা হয় ৫ জনকে। ধৃতদের মধ্যে বছর ১৬-র এক নাবালক রয়েছে। বাকি এক তরুণ ও তরুণীর বয়স কুড়ির কোঠায়। আরও একটি অভিযানে কেন্টের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ৪৩ বছরের এক মহিলাকে। ধৃত ৬ জন একই হামলার পরিকল্পনায় জড়িত ছিল বলে পুলিশের দাবি।

Advertisement

[শীর্ষ আদালতের ৭ বিচারপতির উড়ানে নিষেধাজ্ঞা জারি করলেন কারনান]

ধৃত জঙ্গিরা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য বলে মনে করা হচ্ছে। তবে এ নিয়ে এখনো কোনও বিবৃতি দেয়নি প্রশাসন। উল্লেখ্য, এর আগে নিস, ব্রাসেলস, প্যারিস ও লন্ডন রক্তাক্ত হয়েছে একাধিক জঙ্গি হানায়। ওই হামলাগুলির পেছনে হাত ছিল ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর। সমস্ত ইউরোপ জুড়ে নাশকতা ও হামলা চালানোর হুঙ্কার দিয়ে এসেছে ওই জঙ্গি সংগঠনটি। ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে সন্ত্রাসের বিষ। এ নিয়ে ইতিমধ্যে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে সমস্ত ইউরোপ জুড়ে। প্রসঙ্গত, গত মাসে ব্রিটিশ সংসদের বাইরে জঙ্গিহানায় মৃত্যু হয়েছিল ৫ নিরীহ ব্যক্তির। ওই ঘটনার পর ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে শোকপ্রকাশ করে বলেছিলেন, এই ধরনের ঘটনা গণতন্ত্রের উপর হামলা। পাশাপাশি এই ভয়াবহ হামলার মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করার জন্য পুলিশবাহিনীকে ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়ে তিনি বলেছিলেন সকলকে একসঙ্গে এগোতে হবে। সন্ত্রাসকে কখনওই মাথাচাড়া দিতে দেওয়া যাবে না।

[এবার ফোনে অর্ডার দিলেই বাড়িতে বিনামূল্যে পৌঁছবে কন্ডোম]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement