Advertisement
Advertisement

Breaking News

Turkish Airlines

মাঝআকাশে বিমান, আচমকা ককপিটেই মৃত্যু পাইলটের! রক্ষা পেলেন যাত্রীরা?

কয়েক মাস আগেই স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল পাইলটের।

Turkish Airlines flight makes emergency landing in New York Airport after pilot dies
Published by: Kishore Ghosh
  • Posted:October 10, 2024 2:49 pm
  • Updated:October 10, 2024 2:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝআকাশে বিমান, সেই সময় ককপিটেই মৃত্যু হল পাইলটের। এমন পরিস্থিতিতে কোনও মতে জরুরি অবতরণ করানো হল টার্কিশ এয়ারলায়েন্সের একটি বিমানকে। বুধবার সিয়াটেল থেকে রওনা দেয় বিমানটি। গন্তব্য ছিল ইস্তানবুল। যদিও সিয়াটেল থেকে ওড়ার কিছু পড়েই গুরুতর অসুস্থ হন ৫৯ বছরের পাইলট। বাধ্য হয়ে নিউ ইয়র্ক বিমানবন্দরে নামানো হয় বিমানটিকে।

মৃত বিমান চালকের নাম ইলচেহিন পেহলিভান। মঙ্গলবার রাতে নির্দিষ্ট সময়ে উড়ান নম্বর ২০৪ রওনা দেয় সিয়াটেল থেকে। ককপিটে বসা অবস্থায় হঠাৎই জ্ঞান হারান পাইলট। বিমানে থাকা যাবতীয় চিকিৎসা পরিষেবা দেওয়া হয় তাঁকে। এর পরেও সুস্থ করা যায়নি তাঁকে। এই অবস্থায় বিমান চালানোর দায়িত্ব নেন সহকারি পাইলট। তিনি দ্রুত বিমানটিকে জরুরি অবতরণের ব্যবস্থা করেন। সিয়াটেল থেকে ওড়ার ৮ ঘণ্টা পর বুধবার সন্ধে ৬টা নাগাদ নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটিকে নামানো হয়।

Advertisement

প্রয়াত বিমানচালক পেহলিভান ২০০৭ সালে টার্কিশ এয়ারলাইন্সে যোগ দেন। গত ৮ মার্চ পেহলিভানের রুটিন মেডিক্যাল চেকআপ হয়। সেই সময় স্বাস্থ্য সংক্রান্ত কোনও রকম অসুস্থতা দেখা যায়নি। বিমান সংস্থাটি জানিয়েছে, নিউ ইয়র্ক বিমানবন্দর থেকে প্রত্যেক যাত্রী যাতে গন্তব্যে পৌঁছাতে পারেন, তার যাবতীয় ব্যবস্থা করছে টার্কিশ এয়ারলাইন্স। আরও বলা হয়েছে, পাইলটের মৃত্যুর কারণ এখনও অস্পষ্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement