ব্রিটেনের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই শেখ হাসিনার বোনঝি অর্থাৎ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের দুর্নীতির অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। এবার নয়া বিতর্কে ব্রিটেনের লেবার পার্টির এমপি টিউলিপ। ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট মোতাবেক, তিনি নাকি লন্ডনে হাসিনাঘনিষ্ঠ এক ব্যবসায়ীর থেকে বিনামূল্যে ফ্ল্যাট নিয়েছেন। যা নিয়ে তাঁর বিরুদ্ধে নীতি-বহির্ভূত সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, যে ব্যক্তি টিউলিপকে ফ্ল্যাট দিয়েছেন বলে খবর তাঁর নাম আবদুল মোতালিফ। এই ব্যবসায়ীর বাবা ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামি লিগের নির্বাচিত সদস্য ছিলেন। এখন ৭০ বছরের মোতালিফ দক্ষিণ-পূর্ব লন্ডনের বাসিন্দা। ওই রিপোর্টে বলা হয়েছে, ২০০৪ সালে লন্ডনের কিংস ক্রস এলাকায় একটি ফ্ল্যাট টিউলিপকে দেওয়া হয়। বর্তমানে ভারতীয় মুদ্রায় যার অর্থ প্রায় ২ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার টাকা।
এই বিষয়ে মোতালিফের ঘনিষ্ঠদের দাবি, দুর্দিনে তাঁকে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপের মা-বাবা। তাই কৃতজ্ঞতাস্বরূপ নিজের একটি ফ্ল্যাট টিউলিপকে দিয়েছিলেন। ব্রিটেনের ভোটার তালিকা সংক্রান্ত নথি থেকে জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে ওই ফ্ল্যাটে থাকতেন হাসিনার বোনঝি। পরে সেটি ব্যবহার করেন তাঁর ভাই-বোনেরা। পার্লামেন্টের সদস্য হিসেবে টিউলিপের দেওয়া আর্থিক বিবরণীতে ওই ফ্ল্যাট থেকে ভাড়া পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তবে এই রিপোর্টের বিরোধীতা করেছেন লেবার পার্টির কর্মকর্তারা। সমস্ত অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি। এই ঘটনায় আওয়ামি লিগ যুক্ত নেই বলে জানিয়েছেন টিউলিপের এক মুখপাত্র।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেপজা-সহ ৯টি প্রকল্পে ৮০ হাজার কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে হাসিনা ও তাঁর ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। এই তালিকায় রয়েছেন রেহানা ও তাঁর মেয়ে টিউলিপ সিদ্দিকেও। এনিয়ে সমস্ত তথ্য সংবাদমাধ্যমে জানিয়েছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম। এই দুর্নীতির তদন্তের মাঝে নয়া অভিযোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.