Advertisement
Advertisement

Breaking News

ইমরানের ‘নয়া পাকিস্তানে’ সাংবাদিকতারও প্রশিক্ষণ দিচ্ছে জঙ্গি হাফিজের সংগঠন

সরকারের নাকের ডগায় চলছে প্রশিক্ষণ৷

 Tterrorist Hafiz Saeed opens journalism school
Published by: Tanujit Das
  • Posted:February 17, 2019 6:49 pm
  • Updated:February 17, 2019 7:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রসংঘ কালো তালিকা ভুক্ত করেছে তাদের৷ কিন্তু সেই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই পাকিস্তানকে নিজেদের স্বর্গরাজ্যে পরিণত করেছে হাফিজ সইদরা৷ ধর্মের সুড়সুড়ি দিয়ে সেখানে যা ইচ্ছা তাই করে চলেছে এই সমস্ত সন্ত্রাসবাদী নেতারা৷ এবার দেশের গুরুত্বপূর্ণ শহর লাহোরের কেন্দ্রস্থলে একটি আস্ত সাংবাদিকতা শিক্ষার প্রতিষ্ঠানই খুলে ফেলল সইদের জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়া৷ আর এই ঘটনা আরও একবার প্রকাশ্যে আনল ইমরান প্রশাসনের অপদার্থতা৷

[ভারতে ফিদায়েঁ হামলার খবর ফাঁস করেছিলেন প্রাক্তন পাক সেনা কর্তা ]

Advertisement

সূত্রের খবর, লাহোর শহরে খোলা হয়েছে দ্য ইন্সটিটিউট অফ স্ট্র্যাটেজি অ্যান্ড কমিউনিকেশন নামের একটি প্রতিষ্ঠান৷ যেখানে কম বয়সী যুবক-যুবতীদের সাংবাদিকতার পাঠ পড়ানো হচ্ছে৷ শেখানো হচ্ছে রিপোর্টিং, ভিডিওগ্রাফি, এডিটিং ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিংয়ের নানা কৌশল৷ তৈরি করা হচ্ছে আগামী দিনের সাংবাদিক৷ কিন্তু সংগঠনটি চলছে হাফিজ সইদের জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়ার মদতেই৷ অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে দেশের ভবিষ্যতের সাংবাদিকদের মধ্যেও জিহাদের বীজবপণ করে দিচ্ছে জঙ্গি সংগঠনটি৷ সম্প্রতি কোর্স সম্বলিত একটি পত্রিকা প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি৷ যা থেকে জানা গিয়েছে, অল্পদিনের সাংবাদিকতার কোর্স করতে খরচ পড়বে তিন হাজার টাকা৷ দীর্ঘমেয়াদি কোর্সের জন্য খরচ পড়বে আর একটু বেশি টাকা৷

[ভারতের পতাকা নিয়ে নাচগান, পড়ুয়াদের শাস্তি দিল পাকিস্তান]

সূত্রের খবর, এই সংস্থার সঙ্গে দৃঢ় যোগাযোগ রয়েছে হাফিজ সইদের৷ সেখানে প্রায়শই যেতে দেখা যায় সইদের হাতে তৈরি রাজনৈতিক দল মিল্লি মুসলিম লিগের প্রধান সইফুল্লাহ খালিদকে৷ জঙ্গি সংগঠন লস্করের শাখা ফালহা-ই-ইনসানিয়তের প্রধান হাফিজ আবদুল রাউফের সঙ্গে সম্পর্ক রয়েছে ওই প্রতিষ্ঠানের৷ সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছিল জঙ্গি সইফুল্লাহ খালিদ৷ সেখানে তাকে বলতে শোনা গিয়েছে, শত্রুর বিরুদ্ধে যুদ্ধের অন্যতম বড় হাতিয়ার সংবাদমাধ্যম৷ আন্তর্জাতিক মহলের মতে, সেই কারণেই সাংবাদিকতার হাতছানি দিয়ে পাক যুবক-যুবতীদের মগজধোলাই করতে নেমে পড়েছে জঙ্গি সংগঠনগুলি৷ আগে যে কাজটি তারা বিভিন্ন মাদ্রাসাগুলির মাধ্যমে চালাত৷ এবার সাংবাদিকতা শিক্ষার নামে সন্ত্রাসের সেই বিষবাষ্পই এরা ছড়িয়ে দিচ্ছে দেশের সংবাদমাধ্যমে৷ এবং সবটাই চলছে ইমরান সরকারের নাকের ডগায়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement