Advertisement
Advertisement

ইন্দোনেশিয়ায় প্রবল ভূমিকম্প, জারি সুনামির সতর্কতা

আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা৷

Tsunami Warning After Powerful Earthquake Hits Indonesia

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:September 28, 2018 5:04 pm
  • Updated:September 28, 2018 5:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্য ইন্দোনেশিয়ার সুলাবেসিতে অনুভূত হল প্রবল ভূমিকম্প৷ রিখটার স্কেলে এর কম্পনের মাত্রা ধরা পড়েছে ৭.৭৷ শুক্রবার এই ভূমিকম্পের জেরে মধ্য ও পশ্চিম সুলাবেসিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে৷ এখনও পর্যন্ত একজনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে৷

[রানওয়ে থেকে ছিটকে হ্রদে পড়ল বিমান, তাজ্জবভাবে অক্ষত সব যাত্রী]

শুক্রবার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া৷ কম্পনের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয় সুলাবেসি দ্বীপে৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৭৷ এদিন পরপর দু’বার কেঁপে ওঠে ইন্দোনেশিয়া৷ দ্বিতীয়বার কম্পনের তীব্রতা ছিল ৭.৫৷ একের পর এক কম্পনের আতঙ্কিত হয়ে পড়েন সকলেই৷ কম্পন অনুভূত হতেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন স্থানীয়রা৷ বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা গিয়েছে৷ প্রথমবারের ভূমিকম্পে বেশ কয়েকটি বাড়ি ভেঙেও পড়েছে৷ এই ঘটনায় এখনও পর্যন্ত একজনের প্রাণহানি হয়েছে৷ তবে দ্বিতীয়বারের ভূমিকম্পে প্রাণহানির খবর এখনও পাওয়া যায়নি৷ আবহবিদরা যদিও সিঁদুরে মেঘ দেখছেন৷ সুলাবেসি দ্বীপ-সহ ইন্দোনেশিয়ার বিভিন্ন প্রান্তে সুনামির সতর্কতা জারি করা হয়েছে৷ সমুদ্রের আশেপাশের বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে৷ অন্যত্র নিরাপদে সরে যেতেও বলা হয়েছে তাঁদের৷ আতঙ্কিত হয়ে পড়েছেন সুলাবেসি দ্বীপের বাসিন্দারা৷ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত প্রশাসন৷ সতর্কতার জেরে যুদ্ধকালীন তৎপরতা বিপর্যয় মোকাবিলা বাহিনীতেও৷

Advertisement

[আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা, ইরান থেকেই তেল কিনবে ভারত]

এর আগে জুলাই ও আগস্ট মাসে একের পর এক ভূমিকম্পের ঘটনা ঘটে ইন্দোনেশিয়ায়৷ সুলাবেসি দ্বীপ থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত লম্বকে তীব্র কম্পন অনুভূত হয়৷ কমপক্ষে ৫০০ জনের প্রাণহানি হয়৷ বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়ে। প্রায় ধূলিসাৎ হয়ে যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন স্থল লম্বক৷ সেই রেশ কাটতে না কাটতেই আবারও শুক্রবারের ভূমিকম্পে নতুন করে আতঙ্ক দানা বেঁধেছে ইন্দোনেশিয়াবাসীদের মনে৷

এর আগে ২০০৪ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রায় সুনামি হয়৷ তার প্রভাব পড়ে ১৩টি দেশে৷ ইন্দোনেশিয়া-সহ ওই ১৩টি দেশে অন্তত ২ লক্ষ ২৬ হাজার মানুষের প্রাণ কাড়ে ওই সুনামি৷ তার মধ্যে ইন্দোনেশিয়াতে মারা যান ১ লক্ষেরও বেশি মানুষ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement