Advertisement
Advertisement

ট্রাম্পকে হুমকি আইএস-কায়দার

আমেরিকার কালো দিন আসন্ন। পাশাপাশি, কাশ্মীর সমস্যায় ট্রাম্পের মুখাপেক্ষী পাকিস্তান!

Trump's victory could intensify global Muslim extremism, terror experts warn

ফাইস চিত্র।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 11, 2016 9:12 am
  • Updated:December 1, 2020 3:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটে জেতার পরেই ইসলামিক স্টেট (দায়েশ) ও আল কায়দার কাছ থেকে জেহাদি অভিনন্দন পেলেন ডোনাল্ড ট্রাম্প৷ দুই ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠী দায়েশ ও আল কায়দার হুমকি, এবার আমেরিকাকে বুঝিয়ে দেওয়া হবে কত ধানে কত চাল৷ এবার জমবে লড়াই৷ আমেরিকার কালো দিন আসন্ন৷ আমেরিকাতে কী বিপর্যয় আসতে চলেছে, তা ট্রাম্প কল্পনাও করতে পারবেন না৷
ট্রাম্পের জয়কে স্বাগত জানিয়ে দায়েশ বলেছে, তারা এটাই চাইছিল৷ ট্রাম্প জিতলেই মার্কিন দমননীতি বাড়বে৷ জঙ্গি দমনের নামে আমেরিকা বিশ্বজুড়ে সাধারণ, নিরপরাধ মুসলিমদের হেনস্তা করবে৷ বিদ্বেষবশত মুসলিমদের কোণঠাসা করার চেষ্টা করবেন ট্রাম্প৷ ফলে সাধারণ মুসলিমদের মধ্যে পাল্লা দিয়ে বাড়বে আল কায়দা ও ইসলামিক স্টেটের জনপ্রিয়তা৷ অর্থাৎ ট্রাম্পের কাজের সমান ও বিপরীত প্রতিক্রিয়া হবে মুসলিমদের মধ্যে৷ নিরীহ, ধর্মনিরপেক্ষ, উদার মুসলিমরাও আরও বেশি করে ঝুঁকবেন দায়েশ ও আল কায়দার দিকে৷ শক্তিশালী হবে দায়েশের হাতই৷
দ্য ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প জেতার পরই সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের জয়কে স্বাগত জানিয়ে আমেরিকাকে উচিত শিক্ষা দেওয়া হবে বলে বিবৃতি দেয় দায়েশ৷ দায়েশ ঘনিষ্ঠ আল মিনবার জেহাদি মিডিয়া নেটওয়ার্ক জানিয়েছে, এখন যতদিন পারে ফূর্তি করুক আমেরিকানরা৷ তবে ট্রাম্পের হাতেই ওদের ধ্বংস লেখা আছে৷ কারণ, ইরাক, সিরিয়া, আফগানিস্তান-সহ মধ্যপ্রাচ্যে যেখানেই মার্কিন সেনারা অভিযান চালাবে সেখানেই তাদের জবাই করবে দায়েশ বা আল কায়দা৷ পাল্টা হামলা হবে আমেরিকার মাটিতেও৷
মার্কিন নজরদারি সংস্থা ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ দায়েশ ঘনিষ্ঠ আমাক নিউজ এজেন্সি ও অন্য জেহাদি গোষ্ঠীগুলিকে উদ্ধৃত করে জানিয়েছে, ট্রাম্পের জয় মুসলিমদের বিরু‌দ্ধে আমেরিকার ঘৃণাকেই তুলে ধরেছে৷ আমেরিকা মুসলিমদের ও তৃতীয় বিশ্বের দেশগুলিকে কী চোখে দেখে তার প্রমাণ ট্রাম্পের এই জয়৷ ট্রাম্পের মতো একজন মুসলিম বিদ্বেষী লোককে জিতিয়ে মুসলিম দুনিয়াকেই শত্রু বানিয়েছে আমেরিকানরা৷ এর চরম মূল্য চোকাতে হবে মার্কিনিদের৷ সেখানে প্রলয় নেমে আসবে৷ সাইট গ্রুপের ডিরেক্টর রিটা কাটজ্ টুইট করেছেন, “আল কায়দা ও দায়েশ আলাদা আলাদা বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্প মুসলিমদের বিরু‌দ্ধে আমেরিকার অবদমিত ঘৃণাকে তুলে ধরেছেন৷ তাঁর এই জয় আমেরিকা ও পশ্চিমি দুনিয়ার চূড়ান্ত পতন ডেকে আনবে৷”
ট্রাম্পের জয় ব্রেক্সিটের মতোই ঘটনা৷ ব্রিটেন যেভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গিয়েছে ভোটের রায় মেনে৷ সেভাবেই মার্কিন জনতাও ট্রাম্পকে জিতিয়ে খাদের কিনারে আমেরিকাকে দাঁড় করিয়ে দিল৷ এমনটাই দাবি দায়েশের৷ ভোটের প্রচারে একবার কাশ্মীর সমস্যার সমাধানে হস্তক্ষেপ করার এবং মধ্যস্থতা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ ট্রাম্পকে সেই কথা মনে করিয়ে দিয়ে পাকিস্তান বৃহস্পতিবার বলেছে,  ট্রাম্প এরকম কোনও পদক্ষেপ নিলে তা পাকিস্তান স্বাগত জানাবে এবং তাঁর সঙ্গে সহযোগিতা করবে৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement