Advertisement
Advertisement

Breaking News

Trump

‘রাশিয়ার হাতে জমি তুলে দিয়ে যুদ্ধ বন্ধ করুন’, ইউক্রেনকে ‘শান্তি’ প্রস্তাব ট্রাম্পের

ট্রাম্পের এই প্রস্তাবে বাড়তে পারে রুশ আগ্রাসন, আশঙ্কা বিশেষজ্ঞদের।

Trump's plan to pressure Ukraine to hand over land to Russia

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 8, 2024 12:01 pm
  • Updated:April 8, 2024 1:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুটা জমি রাশিয়ার হাতে তুলে দিয়ে যুদ্ধ থামান। ইউক্রেনের জন্য় নয়া প্রস্তাব দিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীর দাবি, তিনি ক্ষমতায় এলে কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ থামিয়ে দেবেন। তবে বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই বক্তব্যকে হাতিয়ার করে আরও আগ্রাসী হয়ে উঠতে পারে ভ্লাদিমির পুতিনের ফৌজ। ইউক্রেনের মাটিতে আরও বেশিমাত্রায় আগ্রাসন চালাতে দুবার ভাববে না রাশিয়া (Russia)।

মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট সূত্রে খবর, দু বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) থামাতে আগ্রহী ট্রাম্প। কারণ তিনি মনে করেন, বর্তমানে যা পরিস্থিতি তাতে মুখরক্ষা করতে চায় রাশিয়া ও ইউক্রেন দুপক্ষই। যুদ্ধ না করে সমাধান চায় তারা। নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্পের এক সহকারীর কথায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চান মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী নিজেও। সেই জন্যই নির্দিষ্ট পরিকল্পনা ছকে রাখতে চাইছেন ট্রাম্প।

Advertisement

[আরও পড়ুন: মাছ ধরার নৌকায় চেপে বিপজ্জনক যাত্রা, মোজাম্বিকে নৌকাডুবিতে মৃত অন্তত ৯০]

কী সেই পরিকল্পনা? ক্রাইমিয়া এবং দোনবাসের সীমান্ত এলাকাগুলো দখল করতে চেয়েছিল রাশিয়া। সূত্রের খবর, ইউক্রেনকে (Ukraine) চাপ দেওয়া হবে ওই এলাকাগুলো রাশিয়ার হাতে তুলে দেওয়ার জন্য। ট্রাম্প মনে করেন, ওই এলাকার বাসিন্দারা রাশিয়ার অন্তর্ভুক্ত হতে পারলে খুশিই হবেন। তাই শান্তি প্রতিষ্ঠা করতে ‘বন্ধু’ ইউক্রেনকেই সমঝোতা করতে পরামর্শ দেবেন ট্রাম্প। বিতর্কিত এলাকাগুলো রাশিয়ার হাতে তুলে দিলেই যুদ্ধ থেমে যাবে বলে মনে করছেন রিপাবলিকান নেতা।

তবে এই খবর ছড়িয়ে পড়তেই ট্রাম্পকে তোপ দেগেছেন বিরোধীরা। তাঁদের আশঙ্কা, মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীর এই মন্তব্য উসকানি দেবে রাশিয়াকে। আরও আগ্রাসী ভঙ্গিতে ইউক্রেনের জমি দখলের চেষ্টা করবে রুশ ফৌজ, তাতে বাড়বে ক্ষয়ক্ষতি। যদিও এই খবর একেবারে উড়িয়ে দিয়েছেন ট্রাম্পের প্রচার সহকারীরা। তাঁদের দাবি, ভুয়ো দাবি করছে মার্কিন সংবাদপত্র। একমাত্র ট্রাম্পই চাইছেন যেন ইউক্রেনে মৃত্যুমিছিল বন্ধ হোক।

[আরও পড়ুন: ‘আমি গর্বিত হিন্দু, গোমাংস ছুঁই না’, কংগ্রেসের কটাক্ষের পালটা ‘রণংদেহি’ কঙ্গনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement