সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের প্রতি চিন ও পাকিস্তানের দ্বিচারিতা একদম সহ্য করবেন না ডোনাল্ড ট্রাম্প৷ নিজের ঘনিষ্ঠ মহলে এই বার্তাই দিয়েছেন আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট৷ ট্রাম্পের এই মনের কথা জানিয়েছেন তাঁর ট্রানজিশন টিমের অন্যতম সদস্য শলভ কুমার৷ মসনদে বসে ট্রাম্প ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন বলে জানিয়েছেন তিনি৷
কয়েকদিন আগেই শলভ জানিয়েছিলেন, ভারতের সঙ্গে সামরিক চুক্তি আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছেন ট্রাম্প৷ তাঁর মেয়াদ শেষে ভারতের সঙ্গে আমেরিকার প্রায় ১ ট্রিলিয়ন ড্রলারের অস্ত্র চুক্তি হয়ে যেতে পারে৷ শলভের এই বক্তব্যে রসদ জুগিয়েছে আরও এক ইন্দো-মার্কিন ট্রাম্প সমর্থক৷ রিপাব্লিকান হিন্দু কোয়ালিশন ইন্ডিয়ার সদস্য মনস্বী মামগাই জানিয়েছেন, ক’দিন আগেই নিউ জার্সির এক অনুষ্ঠানে বক্তব্য শেষ করার পরও নাকি মঞ্চে ফিরে এসে ট্রাম্প ভারতীয়দের প্রশংসা করেন৷ নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট মঞ্চে দাঁড়িয়ে বলেন, তিনি হিন্দুদের ভালবাসেন, ভারতীয়দের ভালবাসেন৷
এদিকে ট্রাম্প ক্ষমতায় আসার পরই তড়িঘড়ি ইসলামাবাদ দাবি করেছিল, ট্রাম্পের সঙ্গে নওয়াজ শরিফের ফোনে কথা হয়েছে এবং পাক প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন তিনি৷ তবে যখন এই কথা প্রসঙ্গে পাক সরকারের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করা হয়৷ এই হাই প্রোফাইল ফোনের বক্তব্য প্রায় পুরোটাই চেপে যাওয়া হয়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.