Advertisement
Advertisement
Trump

কৃষ্ণাঙ্গ বিক্ষোভ সামলাতে আসরে স্বয়ং ট্রাম্প, উত্তপ্ত উইসকনসিন সফরে মার্কিন প্রেসিডেন্ট

কেনোশায় গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে পারেন ট্রাম্প।

Trump will visit Wisconsin to meet protesters on Tuesday
Published by: Sucheta Sengupta
  • Posted:August 30, 2020 2:47 pm
  • Updated:August 30, 2020 2:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেসিডেন্ট নির্বাচনের আগে মার্কিন মুলুকে ফের কাঁটা হয়ে উঠছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ (Black Lives Matter) আন্দোলন। সম্প্রতি উইসকনসিনের রাস্তায় কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব ব্লেককে পুলিশের নির্বিচার গুলির ঘটনাই ফের সেই আঁচ উসকে দিয়েছে। মিনেসোটায় পুলিশের অত্যাচারে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর ব্লেকের সংকটজনক পরিস্থিতি – পরপর দুটি ঘটনার ড্যামেজ কন্ট্রোলে নামলেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প। উইসকনসিনের রাস্তায় বিক্ষোভ সামাল দিতে আগামী মঙ্গলবার কেনোশা শহরে যাবেন তিনি, খবর হোয়াইট হাউস সূত্রে।

গত সপ্তাহে উইসকনসিনের (Wisconsin) কেনোশা শহরে কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব ব্লেকের জামার কলার ধরে সামনে থেকে গুলি করে পুলিশ। গুলিতে জখম ব্লেক প্রাণে বাঁচলেও তিনি পঙ্গু হয়ে গিয়েছেন। এই ঘটনার পর ফের মে মাসের পর খানিকটা থিতিয়ে আসা ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে ঘি পড়েছে ফের। রাতদিন কেনোশার রাস্তায় নেমে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার কৃষ্ণাঙ্গ বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করতে হয়েছিল স্থানীয় প্রশাসনকে। উইসকনসিনের গভর্নর নিজে টুইট করে ঘটনায় দোষী পুলিশ আধিকারিকদের শাস্তির ঘোষণা করেছিলেন। ব্লেকের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে দেখাও করতে চেয়েছিলেন তাঁদের সঙ্গে। তাতেও বিক্ষোভে আঁচ নেভেনি।

Advertisement

[আরও পড়ুন: জন্মদিনের পার্টি চলাকালীন ভেঙে পড়ল রেস্তরাঁ, চিনে মৃত কমপক্ষে ২৯]

সামনেই প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান শিবিরের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) আনুষ্ঠানিক মনোনয়ন পর্বও মিটে গিয়েছে। এবার লড়াইয়ের জোরদার প্রস্তুতি। মে মাসে মিনেসোটায় পুলিশের অত্যাচারে জর্জ ফ্লয়েড খুনের মাস তিনেক কাটতে না কাটতেই ফের উইসকনসিনে প্রায় একই ঘটনা। ক্রমশই ছড়িয়ে পড়ছে আমেরিকায় বসবাসকারী কৃষ্ণাঙ্গদের বিক্ষোভ। তা যে আসন্ন নির্বাচনেও বেশ প্রভাব ফেলতে পারে, বেশ টের পেয়েছেন ট্রাম্প। তাই আসরে নেমে ড্যামে কন্ট্রোলের চেষ্টার পদক্ষেপ হিসেবেই তাঁর কেনোশা সফর বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

[আরও পড়ুন: কমলা হ্যারিস নয়, মার্কিন প্রেসিডেন্ট পদের যোগ্য ইভাঙ্কা, দাবি ট্রাম্পের]

হোয়াইট হাউসের মুখপাত্র জুড ডিয়ার জানিয়েছেন, আগামী মঙ্গলবার প্রেসিডেন্ট কেনোশা যাবেন। সেখানকার আইনরক্ষক এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলবেন। তাঁদের অভিযোগের কথাও শুনবেন। তবে তাঁর সফর ঘিরে বিক্ষোভ পারদ আরও চড়বে কি না, তা নিয়ে সংশয় থাকছেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement