সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য ফের শাটডাউনের হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই সম্ভাব্য সংকট এড়াতে মেক্সিকো সীমান্তে পাঁচিল তৈরিতে অর্থ বরাদ্দের চুক্তিতে স্বাক্ষর করল করল ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা। তবে, বিতর্কিত সেই পাঁচিল তৈরিতে ট্রাম্প যে ৫৭০ কোটি ডলার দাবি করেছেন, তার চেয়ে অনেক কম অর্থ দেওয়া হবে তাঁকে। যা মেনে নিতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট৷ চুক্তির শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘‘কেবল মাত্র দেশের মানুষের কথা ভেবে চুক্তিতে সম্মতি দিয়েছি৷ নাহলে আরও একটা শাটডাউনের মুখে পড়তে হত গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলিকে৷ এই চুক্তিতে আমি খুশি নই৷’’
[প্রাণঘাতী মেরু ভাল্লুকদের হত্যার আবেদন খারিজ রুশ সরকারের ]
আগামী শুক্রবার থেকে পরবর্তী শাটডাউনের হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন ট্রাম্প। তার আগেই সোমবার রাতে দু’দলের আইন প্রণেতারা সমঝোতার আসরে বসেন। ওয়াশিংটনে হওয়া সেই রুদ্ধদ্বার বৈঠকে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান সেনেটর ও হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের প্রতিনিধিরা চুক্তি চূড়ান্ত করেন। তবে, সেই চুক্তির বিষয়ে বিশদে কিছু জানানো হয়নি। তাঁদের যুক্তি, কর্মীরা শেষ মুহূর্তের নানা খুঁটিনাটি চূড়ান্ত করার চেষ্টা করছেন। তা সম্পূর্ণ হলেই চুক্তি প্রকাশ করা হবে। মেক্সিকো সীমান্তে বিতর্কিত পাঁচিল এবং সীমান্ত নিরাপত্তা নীতি নিয়ে ট্রাম্পের সঙ্গে সম্পূর্ণ উলটো মেরুতে অবস্থান করছেন ডেমোক্র্যাটরা। এই টানাপোড়েনের মধ্যে পড়ে রেকর্ড ৩৫ দিন শাটডাউন ছিল আমেরিকায়। ক্ষতিগ্রস্ত হন প্রায় আট লক্ষ সরকারি কর্মী।
[ফের দক্ষিণ চিন সাগরে মার্কিন রণতরী, ক্ষুব্ধ বেজিং]
উল্লেখ্য, নির্বাচনী প্রচারেই ওই পাঁচিল বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ৭২ বছরের মার্কিন প্রেসিডেন্ট। সোমবার রাতে সেনেটর রিচার্ড শেলবি জানান, আমেরিকাবাসীর জন্য সুখবর। অভ্যন্তরীণ নিরাপত্তা ও আরও ছ’টি বিলে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা নীতিগতভাবে একটি চুক্তি করেছে। অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি ডেডলাইনের আগেই সেনেট ও হাউস অফ রিপ্রেজেন্টেটিভস নতুন প্রস্তাব পাস করবে। তবে, ট্রাম্প পাঁচিলের জন্য ৫৭০ কোটি ডলার দাবি করেছিলেন। সূত্রের খবর, তাঁকে ১৩৭ কোটি ডলারের বেশি দেওয়া হবে না। এতটা কম অর্থে ট্রাম্প রাজি হবেন কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল।শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট এই প্রস্তাব মেনে নিলও, পরে মত পরিবর্তন করতে পারেন বলে আশঙ্কা
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.