Advertisement
Advertisement

Breaking News

লাদেনকে ধরিয়ে ‘বন্দি’ চিকিৎসক, ইমরানের কাছে মুক্তির আবেদন করবেন ট্রাম্প!

পরিবারের সদস্যকে ফিরে পেতে মার্কিন রাষ্ট্রপতির কাছে আবেদন করেছে ‘বন্দি’ আফ্রিদির পরিবারও৷

Trump to seek release of doctor who helped track Osama
Published by: Tanujit Das
  • Posted:July 20, 2019 5:05 pm
  • Updated:July 20, 2019 5:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯/১১-এর পর যখন বিশ্বের সর্বত্র তন্নতন্ন করে আল-কায়দা প্রধানের খোঁজ করছিল আমেরিকা, তখন পাকিস্তানের অ্যাবোটাবাদে নিশ্চিন্তে জীবন কাটাচ্ছিল এই জঙ্গি নেতা৷ গুণাক্ষরেও কাউকে বুঝতে দেয়নি নিজের উপস্থিতি৷ কিন্তু কথাতেই রয়েছে, ‘পাপ বাপকেও ছাড়ে না’৷ তেমনই জঙ্গি লাদেনের গন্ধ পেয়েছিলেন চিকিৎসক শাকিল আফ্রিদি৷ সেই খবর তিনি পৌঁছে দিয়েছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র কাছে৷ ব্যস এইটুকুই! তারপরের ঘটনা কারও অজানা নয়৷ ২০১১-র ২ মে লাদেনকে খতম করে ইউএস নেভি সিল৷ কিন্তু, দুঃখের বিষয় হল, এরপর থেকে পাকিস্তানে জেল বন্দি রয়েছেন চিকিৎসক শাকিল আফ্রিদি৷ তবে এবার হয়তো তাঁর শাপমুক্তি ঘটতে পারে৷ সূত্রের খবর, পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আসন্ন বৈঠকে চিকিৎসক আফ্রিদির মুক্তির আবেদন করতে পারেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প৷

[ আরও পড়ুন: জঙ্গি হাফিজের গ্রেপ্তারি ‘লোক দেখানো’, পাকিস্তানের অস্বস্তি বাড়িয়ে বার্তা ট্রাম্প প্রশাসনের]

Advertisement

ট্রাম্প প্রশাসনের এক আধিকারিক জানান, ‘‘মার্কিন রাষ্ট্রপতি ও আমেরিকাবাসীর কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়৷ ওই অঞ্চলে কর্তৃত্ব বজায় রাখতে এবং নিজেদের শক্তি প্রমাণ করতে, পাকিস্তানের অবশ্যই ডাক্তার আফ্রিদিকে রেহাই দেওয়া উচিত৷ অনৈতিক ভাবে দীর্ঘদিন ধরে তাঁকে যে কারাবন্দি করে রাখা হয়েছে, সেই অবস্থার অবসান ঘটানো উচিত৷’’ পরিবারের সদস্যকে ফিরে পেতে মার্কিন রাষ্ট্রপতির কাছে আবেদন করেছে আফ্রিদির পরিবারও৷ তাঁদের বক্তব্য, ‘‘জেলের মধ্যে, যে ঘরে আফ্রিদিকে রাখা হয়েছে, সেখানে কোনও জানালা নেই৷ নেই আলো৷ প্রচণ্ড গরম৷ এবারও যদি প্রধানমন্ত্রী ইমরান খান চিকিৎসক আফ্রিদিকে মুক্তি না দেন, তবে তাঁর এই মার্কিন সফর ব্যর্থ৷’’

প্রসঙ্গত, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ইমরান খান৷ সূত্রের খবর, আগামী ২২ জুলাই তিনদিনের মার্কিন সফরে যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী৷ যে বৈঠকের দিকে চেয়ে রয়েছে নয়াদিল্লিও৷ ভারতের আশা, এই বৈঠক থেকে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তান কড়া বার্তা দেবেন ডোনাল্ড ট্রাম্প৷ আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড-সহ অন্যান্যদের সহায়তায় ইতিমধ্যেই জঙ্গি মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দিয়েছে রাষ্ট্রসংঘ৷ দীর্ঘ টালবাহানার পর যে প্রস্তাবকে সমর্থন করেছে পাকিস্তানের সব ঋতুর বন্ধু চিনও৷ এমনকী, পাকিস্তানকে ‘ধূসর তালিকাভুক্ত’ করেছে এফএটিএফ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানকে ইতিমধ্যেই চরম হুঁশিয়ারি দিয়েছে ‘দ্য ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স’ (এফএটিএফ)।

[ আরও পড়ুন: ইরানের সঙ্গে ঘনাল যুদ্ধের মেঘ, সৌদি আরব পাড়ি দিচ্ছে মার্কিন ফৌজ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement