সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামায় জঙ্গি হামলার জেরে তলানিতে ঠেকেছে ভারত-পাক সম্পর্ক৷ প্রত্যেকদিন পরস্পরের বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছে দু’দেশ৷ দক্ষিণ এশিয়ায় তুঙ্গে কূটনৈতিক টানাপোড়েন৷ যার আঁচ পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক মহলে৷ নড়েচড়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ বিবৃতি দিয়ে জানালেন, পরিস্থিতি অত্যন্ত খারাপের দিকে যাচ্ছে৷
[সন্ত্রাসবাদ ইস্যুতে কোণঠাসা ইসলামাবাদ, জইশের সদর দপ্তর দখল পাক পুলিশের ]
পুলওয়ামায় জঙ্গি হানার পর মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে৷ সঠিক সময়ে তিনি বিবৃতি জারি করবেন৷ ঘটনার এক সপ্তাহ পর শুক্রবার নিজের অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট৷ কড়া ভাষায় পুলওয়ামায় জঙ্গি হামলার নিন্দা করেন তিনি৷ বিবৃতিতে বলেন, “ভারত-পাকিস্তানের মধ্যেকার সম্পর্ক ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। ওখানে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে৷ আমরা চাই, হিংসা থামুক৷’’ এখানেই শেষ নয় শহিদ জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানান মার্কিন প্রেসিডেন্ট৷ তিনি জানান, এতজন জওয়ানের মৃত্যুর পর ভারতের যে মানসিকতা জন্মেছে তা খুব স্বাভাবিক৷ কিন্তু কঠোর ব্যবস্থা গ্রহণের আগে সমস্ত দিকে নজরে রাখা উচিত৷ ট্রাম্প আরও জানান, নয়াদিল্লি ও ইসলামাবাদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে আমেরিকা৷
[সীমান্তে দাঁড়িয়ে কয়েকশো পণ্যবোঝাই ট্রাক, চরম আর্থিক সংকটের মুখে পাকিস্তান]
উল্লেখ্য, গত ১৪ তারিখ পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকে বেশ কয়েকবার ভারত-মার্কিন যৌথ স্তরে আলোচনা হয়েছে টেলিফোনে। শুরু থেকেই ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে আমেরিকা। অন্তত বার দুয়েক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করেছিলেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। দোভালকে ফোন করে বোল্টন স্পষ্ট জানান, ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে আমেরিকা। ভারতের পাশে থাকার বার্তা দেন বিদেশ সচিব মাইক পম্পেও, নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এবং হোয়াইট হাউসের প্রধান মুখপাত্র সারা স্যান্ডার্স৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.