Advertisement
Advertisement

Breaking News

Trade Deal

ভারতের উপরে চাপানো শুল্ক কমাতে আলোচনায় ট্রাম্প! কথা আরও দুই দেশের সঙ্গে?

আগামী ৯ এপ্রিল থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা।

Trump is in talks with India, Vietnam, and Israel to negotiate trade deals
Published by: Biswadip Dey
  • Posted:April 5, 2025 1:20 pm
  • Updated:April 5, 2025 1:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বব্যাপী শুল্কযুদ্ধের ঘোষণা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নয়া নীতিতে ভারত-সহ এশিয়ার একাধিক দেশের উপর উচ্চহারে আরোপ করা হয়েছে শুল্ক। আগামী ৯ এপ্রিল থেকে এই শুল্ক নেওয়া হবে। কিন্তু এবার জানা যাচ্ছে, ভারত-সহ তিন দেশের সঙ্গে আলোচনা চলছে ট্রাম্পের। প্রশ্ন উঠছে, এই কয়েকদিনের মধ্যে কি সমঝোতায় আসা সম্ভব হবে?

সিএনএনের সূত্রে জানা যাচ্ছে, ভারত ছাড়াও ইজরায়েল, ভিয়েতনামের সঙ্গে সমঝোতা চালাচ্ছেন ট্রাম্প। এর মধ্যে ভিয়েতনামের সঙ্গে আলোচনার বিষয়টি নিজেই নিজের সোশাল মিডিয়া ‘ট্রুথ’-এ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বাকি দুই দেশ সম্পর্কে তিনি কিছু বলেননি।
ট্রাম্প লিখেছেন, ‘ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ল্যামের সঙ্গে সদর্থক কথা বয়েছে। তিনি বলেছেন, ভিয়েতনাম চায় শুল্ক ‘শূন্য’য় নামিয়ে আনতে। আর এই নিয়ে চুক্তি করতে চান তাঁরা। আমাদের দেশের তরফে সকলকে ধন্যবাদ জানাই। এবং অদূর ভবিষ্যতে এই নিয়ে বৈঠকে বসব আমরা।’

Advertisement

গত বৃহস্পতিবার ভারত ও থাইল্যান্ড-সহ বিশ্বের বিভিন্ন দেশের উপর বাড়তি শুল্ক আরোপ করেছে আমেরিকা। যার জেরে এখন থেকে আমেরিকার সঙ্গে বাণিজ্য করতে গেলে বাড়তি টান পড়বে পকেটে। এই পরিস্থিতিতে ভারত ও ইজরায়েলের সঙ্গেও গোপনে বৈঠক করছে ট্রাম্প সরকার। প্রসঙ্গত, ভারতের উপর ২৬ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। অন্যদিকে ইজরায়েল ও ভিয়েতনামের ক্ষেত্রে তা যথাক্রমে ১৭ শতাংশ ও ৪৬ শতাংশ।

গত বছরের নভেম্বরে নির্বাচন জিতে ফের আমেরিকার মসনদে বসেন ট্রাম্প। আর ক্ষমতায় ফিরেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, যে দেশ আমেরিকার পণ্যে যতটা শুল্ক চাপিয়ে থাকে, ২ এপ্রিল থেকে সেই দেশের পণ্যে পালটা তার উপযুক্ত শুল্ক চাপানো হবে। সেই মতোই গতকাল বুধবার ভারতীয় সময় রাত দেড়টা নাগাদ (আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৪টেয়) ‘পারস্পরিক শুল্ক’ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement