Advertisement
Advertisement
Donald Trump Joe Biden

অবশেষে হার মানলেন ট্রাম্প! বিডেনকে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় ছাড়পত্র মার্কিন প্রেসিডেন্টের

এখন থেকে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় বিডেনকে সাহায্য করবেন সরকারি আধিকারিকরা।

Trump gives green light to Biden transition, tells officials to ‘do what needs to be done’ |Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 24, 2020 8:52 am
  • Updated:November 24, 2020 9:50 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী লড়াইয়ে (US Presidential Election) পরাজিত হয়েছেন। রেকর্ড সংখ্যক পপুলার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বী জো বিডেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) কিছুতেই সেই ফলাফল মানতে চাইছিলেন না। তাঁর দাবি ছিল, ভোটে কারচুপি করে জিতেছেন বিডেন। ‘আসল’ ভোটে জয় তাঁরই হয়েছে। গত ৩ সপ্তাহ ধরে এই নিয়ে মার্কিন মুলুকে বিস্তর জলঘোলা হয়েছে। শেষপর্যন্ত সোমবার একপ্রকার বাধ্য হয়েই হাল ছাড়লেন ট্রাম্প। জানিয়ে দিলেন, বিডেনের নতুন দলকে ক্ষমতা হস্তান্তর করার প্রক্রিয়া শুরু হলে তাঁর কোনও আপত্তি নেই।

আসলে নির্বাচনের ফলাফলের পর মার্কিন মুলুকে ট্রাম্পের একগুয়েমি নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে। বিডেন (Joe Biden) তাঁকে মার্কিন ইতিহাসের ‘নিকৃষ্টতম’ প্রেসিডেন্ট বলেও তোপ দেগেছেন। ট্রাম্প যে আইনি লড়াইয়ের হুমকি দিয়েছিলেন তাতেও বড় বেশি সাফল্য আসেনি। দু-একটি রাজ্যে ভোট দ্বিতীয়বার গণনা হলে তাতেও সাফল্য আসেনি। একে একে তাঁর নিজের দল রিপাবলিকান সদস্যরাও সঙ্গ ছাড়ছিলেন। এসবের মধ্যেই সোমবার আরও বড় ধাক্কা খান ট্রাম্প। হঠাতই বিডেনের দলকে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় সাহায্য করার কথা ঘোষণা করেন মার্কিন জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেটর (GSA) এমিলি মার্ফি। এবং জানিয়ে দেন, ট্রাম্প প্রশাসনও নাকি ক্ষমতা হস্তান্তরে রাজি। অথচ, এই মার্ফিই (Emily Murphy) এতদিন ক্ষমতা হস্তান্তরে রাজি ছিলেন না।

[আরও পড়ুন: ‘বিডেনের আমলে যুদ্ধ বাঁধতে পারে’, চিনকে সতর্ক করলেন সরকারি পরামর্শদাতা]

বিডেনের দলকে একটি চিঠি লিখে GSA আধিকারিক জানান, কোনওরকম রাজনৈতিক চাপের কাছে তিনি মাথা নত করেননি। এতদিন ক্ষমতা হস্তান্তরে অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত তিনি ব্যক্তিগতভাবে নিয়েছিলেন। এবং এখনই যে এই প্রক্রিয়া শুরুর সঠিক সময়, সেটাও তিনি ব্যক্তিগত স্তরে উপলব্ধি করেছেন। মার্ফি বিডেন প্রশাসনকে ক্ষমতা হস্তান্তরে রাজি হয়ে যাওয়ার অর্থ এবার থেকে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় বিডেনের দল সরকারের কাছে অর্থ সাহায্য পাবে এবং সরকারি আধিকারিকদের সহযোগিতাও পাবে। মার্ফির এই চিঠির পরই এক টুইটে ট্রাম্প জানিয়ে দেন, ক্ষমতা হস্তান্তরের প্রাথমিক প্রক্রিয়া যদি শুরু হয় তাতে তাঁর কোনও আপত্তি নেই। মার্ফি এবং তাঁর দলের সদস্যরা হস্তান্তরের জন্য যা যা করণীয় তা করতেই পারেন। তবে, তিনি লড়াই ছাড়ছেন না। সত্যিটা একদিন সামনে আসবেই। ট্রাম্পের এই টুইটকে ঘুরপথে পরাজয় মেনে নেওয়ার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement