Advertisement
Advertisement

ওবামা-হিলারির বাড়িতে পার্সেল বোমা, ফ্লোরিডায় গ্রেপ্তার ট্রাম্প ভক্ত

ট্রাম্প বিরোধী আরও ১৪ জনের বাড়িতে পৌঁছেছে বোমা ভরতি পার্সেল৷

Trump follower held for sending parcel bomb to Obama, Hillary
Published by: Tanujit Das
  • Posted:October 27, 2018 6:17 pm
  • Updated:October 27, 2018 6:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তর্বর্তী নির্বাচনের একমাস আগে বেছে বেছে ট্রাম্প বিরোধীদের বাড়িতে পৌঁছে গিয়েছে পার্সেল বোমা৷ তালিকায় রয়েছেন প্রাক্তন দুই রাষ্ট্রপতি বিল ক্লিনটন ও বারাক ওবামা এবং প্রাক্তন বিদেশ সচিব হিলারি ক্লিনটনের মতো তাবড় তাবড় ব্যক্তিরা৷ এই ঘটনায় সন্দেহভাজন ইতিমধ্যে এক ব্যক্তিকে ফ্লোরিডা থেকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ৷ ৫৬ বছরের ধৃতের নাম সিজার সাওক৷

[‘কোনও শব্দ করা যেত না, ৪০ মাস নরকযন্ত্রণা ভোগ করেছি’]

Advertisement

জানা গিয়েছে, ধৃত ব্যক্তি পেশায় একজন রেসলার৷ মনে-প্রাণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক৷ জেরায় তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা৷ পুলিশ জানতে পেরেছে, তার বাড়ির বিদ্যুৎ সংযোগ ছিন্ন করায় বিদ্যুৎ সংস্থার অফিসেও এমন পার্সেল বোমা পাঠিয়েছিল সে৷ একটি ইলেকট্রিক সরঞ্জামের দোকানের বাইরে থেকেই সিজারকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃত ওই দোকান থেকে প্রায়শই বিভিন্ন ইলেকট্রিক সরঞ্জাম কিনতে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা৷ আপাদমস্তক ট্রাম্পের পোস্টারে মোড়া ধৃতের গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ ধৃতের ডিএনএ স্যাম্পেল ও হাতের ছাপ নেওয়া হয়েছে৷ সেগুলির সাহায্যেই তদন্তকারীরা মেলানোর চেষ্টা করছেন ওই বোমাগুলির পার্সেল থেকে প্রাপ্ত হাতের ছাপের সঙ্গে৷

[রাজনৈতিক ডামাডোলে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে রাজাপক্ষে, উদ্বিগ্ন দিল্লি  ]

উল্লেখ্য, প্রাক্তন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিনটন ও প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বাড়ি থেকে গত বুধবার সকালে উদ্ধার হয় একটি পার্সেল বোমা৷ সকালে অফিসে কাজ করার সময় সেটি উদ্ধার করে ক্লিনটনদের এক কর্মী৷ অজ্ঞাত কোনও ঠিকানা থেকে এসেছিল পার্সেলটি৷ একই ধরনের একটি পার্সেল বোমা পাঠানো হয় পূর্বতন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িতেও৷ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মার্কিন মুলুকে৷ ঘটনার তদন্তে নামে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই৷ উদ্দেশ্যে নিয়ে তৈরি হয় বিভ্রান্তি৷ অনেকেই বলে আতঙ্ক ছড়াতেই এমন কাজ কেউ করেছে৷ এবার, সিজার সাওকের গ্রেপ্তারির পর স্পষ্ট হল আসল উদ্দেশ্য৷ জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের বিরোধী এমন ১৪ জনের বাড়িতে পার্সেল বোমা পাঠিয়েছে ধৃত অন্ধ ট্রাম্প ভক্ত৷ আসন্ন অন্তর্বর্তী নির্বাচনের আগে আতঙ্ক তৈরি করাই তার মূল উদ্দেশ্য ছিল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement