Advertisement
Advertisement

Breaking News

ভোটযুদ্ধে ওবামাকেও হারিয়ে দিতেন, দাবি ট্রাম্পের

তাঁর ক্ষমতায় আসার আগে নাকি বিশ্ব অন্ধকারময় ছিল?

Trump claims he could have won against Obama too
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 27, 2016 3:21 pm
  • Updated:May 29, 2023 3:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনে জেতার পর থেকেই খোশমেজাজে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ হোয়াইট হাউসের অন্দরে আনুষ্ঠানিক প্রবেশ শুধুমাত্র সময়ের অপেক্ষা৷ প্রায় সব সমীক্ষাকে ভুল প্রমাণিত করে ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান নেতা৷ তাই আত্মবিশ্বাসে তুঙ্গে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের৷ আত্মবিশ্বাস এতটাই যে পরপর দুই বারের মার্কিন প্রেসিডেন্টের পদ সামলানো বারাক ওবামাকেও তোয়াক্কা করছেন না তিনি৷

সম্প্রতি ওবামা এক কথা প্রসঙ্গে জানিয়েছিলেন আবার ডেমোক্র্যাটদের হয়ে নির্বাচনে লড়ার সুযোগ থাকলে তিনি লড়তেন এবং তিনিই জিততেন৷ এই কথার উত্তরেই টুইটারে ওবামার সমালোচনা করতে শুরু করেন ট্রাম্প৷ তিনি বলেন, “প্রেসিডেন্ট ওবামা মনে করেন তিনি আমায় হারিয়ে দিতে পারতেন৷ কিন্তু আমি বলব তা তিনি কোনও ভাবেই করতে পারতেন না৷” কারণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র থেকে অফিস সরিয়ে নেওয়া, ইসলামিক স্টেটের বিস্তারের কথাও তুলে ধরেছেন৷

Advertisement

ট্রাম্প এও দাবি করেছেন, তাঁর জেতার আগে নাকি বিশ্ব অন্ধকারময় ছিল৷ কোথাও কোনও আশা ছিল না৷ তাঁর আশার পরই বাজার চাঙ্গা হয়েছে৷ কোটি কোটি টাকা ব্যয় হয়েছে বড়দিনের উৎসবে৷ প্রসঙ্গত ৮ নভেম্বর হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেয়ে জিতেছিলেন ট্রাম্প৷ হিলারির প্রাপ্ত ভোটের পরিমাণ ছিল ২৩২৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement