Advertisement
Advertisement

হোয়াইট হাউসে সাংবাদিকদের ঢুকতে দিল না ট্রাম্প প্রশাসন

অভিযোগ, ট্রাম্পের সমালোচনা করার জন্যই এই বৈষম্যের শিকার হতে হয়েছে কিছু সংবাদসংস্থাকে৷

Trump administration gags media, bars  CNN, NYT's entry in White House
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 25, 2017 12:10 pm
  • Updated:February 25, 2017 12:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াইট হাউসের সাংবাদিক সম্মেলনে ঢুকতে দেওয়া হল না সাংবাদিকদের৷ সবাইকে নয়, বাছা বাছা কিছু সংবাদসংস্থার কর্মীদের প্রতিই এমন আচরণ করল ট্রাম্প প্রশাসন৷ হোয়াইট হাউসের এই নিষেধের তালিকায় রয়েছে সিএনএন, দ্য নিউ ইয়র্ক টাইমস, পলিটিকো, দ্য লস অ্যাঞ্জেলস টাইমস এবং বাজফিডের মতো আন্তর্জাতিক সংবাদসংস্থার নাম৷

পরিবারে নতুন অতিথি আনার চিন্তাভাবনা ছিল শ্রীনিবাস ও তাঁর স্ত্রীর

Advertisement

হোয়াইট হাউসের অন্দরমহলে অবাধ প্রবেশ ছিল সংবাদ সংস্থাগুলির৷ বিশেষ করে ওবামা সরকারের সময়৷ হোয়াইট হাউসকে জনতার অনেক কাছেই নিয়ে এসেছিলেন বারাক ও মিশেল৷ কিন্তু নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজত্বে যে সেই বিচরণে ব্যাঘাত ঘটবে৷ তাঁর ইঙ্গিত মিলল শুক্রবার৷ এদিন বিবৃতি দেওয়ার কথা ছিল ট্রাম্পের প্রেস সচিব শন স্পাইসারের৷ সেখানে ঢোকার মুখেই বাধা দেওয়া হয় সিএনএন, নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের৷ তাঁর পরিবর্তে ঢুকতে দেওয়া হয় রয়টার্স, সিবিএস, ব্লুমবার্গের মতো ১০টি সংবাদসংস্থার সাংবাদিককে৷ পুরো ব্যাপারটাই হয় অফ ক্যামেরা৷

চিনের অভিজাত হোটেলে ভয়াবহ আগুন, মৃত একাধিক

এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে আমেরিকার অধিকাংশ মিডিয়া৷ অধিকাংশের দাবি, ট্রাম্পের সমালোচনা করার জন্যই এই বৈষম্যের শিকার হতে হয়েছে কিছু সংবাদসংস্থাকে৷ বিশ্বের অন্যতম গণতন্ত্রের কণ্ঠরোধ করা অভিযোগ উঠেছে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে৷ প্রতিবাদ জানিয়েছে  হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনও (WHCA)৷

ভারতীয় শহিদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল কাশ্মীরে

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement