Advertisement
Advertisement

Breaking News

শ্রীলঙ্কায় বিস্ফোরণে নিহত ১৩৮ মিলিয়ন! ট্রাম্পের টুইটে তুঙ্গে বিতর্ক

আবারও সমালোচনার মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট৷

Trump Accidental Tweet on Sri Lanka Blasts, sparkes controversy
Published by: Tanujit Das
  • Posted:April 22, 2019 2:34 pm
  • Updated:April 22, 2019 2:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক আর তিনি যে একে অপরের পরিপূরক, তা আবারও প্রমাণ করলেন ডোনাল্ড ট্রাম্প৷ রবিবার ধারাবাহিক বিস্ফোরণে বিধ্বস্ত শ্রীলঙ্কার নাগরিকদের প্রতি সমবেদনা দেখিয়ে টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট৷ আর সেই টুইটই এখন সোশ্যাল মিডিয়ায় মশকরা ও সমালোচনার কেন্দ্রেবিন্দুতে পরিণত হয়েছে৷

[আরও পড়ুন: প্রাণ বাঁচাল দাঁতের ব্যথা! ভয়াবহ অভিজ্ঞতা জানালেন মহিলা ]

Advertisement

কেন, কী এমন লিখলেন মার্কিন প্রেসিডেন্ট? কিছুই না, টুইটে শোকপ্রকাশ করতে গিয়ে শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে মৃতের সংখ্যা ১৩৮ মিলিয়ন বা ১৩.৮ কোটি লিখে বসলেন ট্রাম্প। যেখানে শ্রীলঙ্কার মোট জনসংখ্যা প্রায় ২২ মিলিয়ন বা ২.২ কোটি৷ এবং শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২৯০ জনের, আহত সাড়ে চারশোরও বেশি৷ যদিও ভুল বোঝার পরেই টুইটটি মুছে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট৷ অপর একটি টুইটে লেখেন, ‘‘শ্রীলঙ্কার বিস্ফোরণে ১৩৮ জনের মৃত্যু হয়েছে। ৬০০ জন জখম হয়েছেন। শ্রীলঙ্কাকে যেকোনও ধনের সাহায্যের জন্য আমেরিকা প্রস্তুত।’’

[আরও পড়ুন: শ্রীলঙ্কায় খিলাফতের বিষবাষ্প, হামলার নেপথ্যে আইএসআই! ]

কিন্তু যতক্ষণে মার্কিন প্রেসিডেন্ট টুইটটি সরান, ততক্ষণে সেটি ভাইরাল হয়ে যায়৷ এবং সেই টুইটকে ইস্যু করে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে মশকরা, নিন্দা ও সমালোচনার৷ একটি দেশের রাষ্ট্রপ্রধান হয়ে কীভাবে এমন দায়িত্বজ্ঞানহীন টুইট করতে পারেন ট্রাম্প, সেই বিষয়ে প্রশ্ন তোলেন নেটিজেনদের একাংশ৷ অন্যদিকে, মার্কিন বিদেশ দপ্তর সূত্রে খবর, কলম্বোর বিস্ফোরণে নিহত হয়েছেন ১৫ জন মার্কিন নাগরিক। এছাড়া নিহত হয়েছেন ডেনমার্ক, পর্তুগাল, তুরস্ক, ব্রিটেন, জাপানের বেশ কয়েকজন নাগরিক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement