Advertisement
Advertisement

Breaking News

Trudeau

পার্লামেন্টে স্পিকারকে জিভ দেখিয়ে চোখ মারলেন ট্রুডো! ফের বিতর্কে কানাডার প্রধানমন্ত্রী

ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি।

Trudeau winks at new Speaker, creates controversy। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 5, 2023 12:07 pm
  • Updated:October 5, 2023 12:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কে জাস্টিন ট্রুডো। নবনির্বাচিত স্পিকারকে চোখ মেরে ও জিভ দেখিয়ে শিরোনামে কানাডার বিতর্কিত প্রধানমন্ত্রী। ভিডিওটি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। কয়েকদিন আগে হওয়া এক সমীক্ষার দাবি ছিল, এখনই ভোট হলে বড় হারের মুখে পড়বেন ট্রুডো। তাঁর জনপ্রিয়তা নাকি হু হু করে কমছে। এই পরিস্থিতিতে ফের বিতর্কে পড়তে হল তাঁকে।

কেন ওই ‘কম্মো’ করলেন তিনি? জানা যাচ্ছে, হাউস অফ কমন্সে নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন গ্রেগ ফার্গুস। তিনি প্রধানমন্ত্রীকে সম্বোধন করার সময় ‘সম্মাননীয়’ বলে তাঁকে উল্লেখ করেছিলেন। আর সেটারই মজা করে বিরোধিতা করেন ট্রুডো। তাঁকে শুধরানোর ভঙ্গিতে তিনি বলেন, ‘অতি সম্মাননীয়’ বলতে। এরপরই তাঁকে দেখা যায় স্পিকারের উদ্দেশে চোখ মেরে মজার ভঙ্গিতে। ভিডিওটি হু হু করে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। তারপরই শুরু হয় বিতর্ক।

Advertisement

[আরও পড়ুন: ‘স্বাধীন ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী মোদি’, তোপ কেজরিওয়ালের]

এক ইউজারের কটাক্ষ, ‘ট্রুডো (Justin Trudeau) আত্মরতির গড় সীমার চেয়ে অনেক উপরে। তিনি নিতান্তই ছেলেমানুষ। তাই এই অস্বস্তিজনক আচরণ।’ আরেকজনের মত, এই ধরনের আচরণ প্রকাশ্যে করাই যায় না। আর একজন প্রধানমন্ত্রীর পক্ষে এহেন আচরণ তো একেবারেই কাম্য নয়।

উল্লেখ্য, সম্প্রতি কানাডায় (Canada) সমীক্ষা চালায় গ্লোবাল নিউজ রিপোর্ট। দেখা যায়, ডোকে সমর্থন করেন ৩০ শতাংশ মানুষ। অন্যদিকে কনজারভেটিভ দলের পিয়ের পোয়লিভ্রকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান দেশের ৪০ শতাংশ মানুষ। এর আগে জুলাই মাসে আরও একটি সমীক্ষা হয়েছিল। সেখানে ট্রুডোকে গত ৫০ বছরে সব থেকে খারাপ প্রধানমন্ত্রীর তকমা দেওয়া হয়েছিল। যা থেকে পরিষ্কার, সেদেশে ক্রমেই জনপ্রিয়তা হারাচ্ছেন তিনি।

[আরও পড়ুন: হঠাৎ কেন ‘গেরুয়া’ হল বন্দে ভারত! ‘রাজনীতি নয়, বিজ্ঞান’, বলছেন রেলমন্ত্রী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement