Advertisement
Advertisement

Breaking News

America

হোয়াইট হাউস ডাউন! ‘সাদা বাড়ি’র নিরাপত্তা বলয়ে ঢুকে পড়ল ট্রাক

বিশ্বের সবথেকে নিরাপদ জায়গাগুলির অন্যতম হোয়াইট হাউস।

Truck crashes into security barriers near US White House, driver detained | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:May 23, 2023 10:53 am
  • Updated:May 24, 2023 7:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সবথেকে নিরাপদ জায়গাগুলির অন্যতম হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্টের বাসভবনটি কার্যত লৌহবর্মে ঢাকা। সিক্রেট সার্ভিসের চোখ এড়িয়ে সেখানে মাছিও গলতে পারে না। এহেন হোয়াইট হাউসের নিরাপত্তা বলয়ে ঢুকে পড়ল একটি ট্রাক। জানা গিয়েছে, ট্রাকটি চালাচ্ছিল ভারতীয় বংশোদ্ভূত এক পড়ুয়া। 

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সোমবার হোয়াইট হাউসের (White House) সিকিউরিটি ব্যারিকেডে প্রচণ্ড গতিতে ধাক্কা মারে একটি ট্রাক। দ্রুত ওই ট্রাকচালককে আটক করে প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের অফিসাররা। তাকে জেরা করা হচ্ছে। টুইটারে নিরাপত্তা সংস্থাটির মুখ্য জনসংযোগ আধিকারিক অ্যান্থনি গুগলিয়েলমি জানান, ‘লাফায়েত পার্কের কাছে সিকিউরিটি ব্যারিকেডে একটি ট্রাক ধাক্কা মারে। ওই এলাকায় যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রাকচালককে জেরা করা হচ্ছে। গোটা ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।’

Advertisement

[আরও পড়ুন: স্কুলের হস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত্যু অন্তত ২০ ছাত্রীর]

এক বিবৃতি জারি করে সিক্রেট সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময়ে সোমবার রাত ১০টা নাগাাদ এই ঘটনা ঘটে। তবে কেউ আহত হননি। এই ঘটনার নেপথ্যে কোনও সন্ত্রাসবাদী সংগঠনের হাত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অনেকেই আবার প্রশ্ন করছেন, এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে সেখানে ট্রাকটি ঢুকে পড়ল? ভবিষ্যতে কোনও বড়সড় সন্ত্রাসবাদী হামলার মোকাবিলার জন্য কতটা তৈরি সিক্রেট সার্ভিস?     

বলে রাখা ভাল, টুইন টাওয়ার (Twin Tower) হামলার পর থেকেই ‘গ্লোবাল জেহাদে’র বিরুদ্ধে লড়াই করছে আমেরিকা। ফলে আল কায়দা থেকে শুরু করে ইসলামিক স্টেটের পছন্দের তালিকায় এক নম্বর টার্গেট হোয়াইট হাউস। মার্কিন প্রশাসনের প্রাণকেন্দ্রে আঘাত যে ওয়াশিংটনের পক্ষে কত বড় ধাক্কা তা ভালই জানে জঙ্গিগোষ্ঠীগুলি। এহেন এক কাল্পনিক হামলার ভয়াবহতাকেই তুলে ধরা হয়েছিল হলিউডের ‘হোয়াইট হাউস ডাউন’ (White House Down) নামের বিখ্যাত ছবিতে।

[আরও পড়ুন: কাশ্মীরে জি-২০ সম্মেলনের আগেই PoKতে বিলাওয়াল, ভারতকে তীব্র কটাক্ষ পাক বিদেশমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement