Advertisement
Advertisement

Breaking News

গাজায় বাড়ল যুদ্ধবিরতির মেয়াদ, হামাসের কবল থেকে মুক্তি পাবেন আরও পণবন্দি

সংঘর্ষ বিরতিকে "আশার আলো" বলেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব।

Truce extended at Gaza, more hostages will be freed | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 28, 2023 9:30 am
  • Updated:November 28, 2023 10:51 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজায় (Gaza) যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল। আরও ৪৮ ঘণ্টা সেখানে যুদ্ধ বন্ধ থাকবে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার (Qatar)। এই সময়ের মধ্যে আরও বেশ কয়েকজন পণবন্দিকে মুক্তি দেবে হামাস (Hamas)। অন্যদিকে ইজরায়েলের কারাগার থেকেও মুক্তি দেওয়া হবে প্যালেস্তিনীয়দের। উল্লেখ্য, ভারতীয় সময় মঙ্গলবারই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল গাজায়। তার আগেই দুদিনের জন্য সংঘর্ষবিরতির মেয়াদ বাড়ানো হল। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।

সোমবার রাতে কাতারের তরফে জানানো হয়, ইজরায়েল (Israel) ও হামাসের মধ্যে সফলভাবে মধ্যস্থতা করা গিয়েছে। কাতারের বিদেশমন্ত্রক জানিয়েছে, সাধারণ মানুষের কথা ভেবে আরও দুদিনের জন্য সংঘর্ষবিরতি বাড়াতে রাজি হয়েছে দু পক্ষ। ইজরায়েলি সংবাদমাধ্যম সূত্রে খবর, এই সময়ের মধ্যে মোট ২০ জন পণবন্দিকে মুক্তি দেবে হামাস। প্রতিদিন ৩০ জন করে প্যালেস্তিনীয় বন্দিকেও ছেড়ে দেবে ইজরায়েল।

Advertisement

[আরও পড়ুন: ফের মহানুভবতার পরিচয় দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! কিন্তু কীভাবে?]

যদিও সংঘর্ষবিরতি নিয়ে এখনও সরকারিভাবে বিবৃতি দেয়নি বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন। তবে কাতার ও মিশরকে ধন্যবাদ জানিয়ে সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেছে হামাস। যুদ্ধবিরতির খবর প্রকাশ্যে আসতেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব গুতেরেস। সংঘর্ষবিরতিকে “যুদ্ধের অন্ধকারে আশার আলো” বলে অভিহিত করেন।

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বিবৃতি দেন বাইডেন (Joe Biden)। সেই সঙ্গে জানান, প্যালেস্টাইনকে সবচেয়ে বেশি মানবিক সাহায্য করেছে আমেরিকাই। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “সংঘর্ষবিরতির মধ্যেই যেন প্যালেস্টাইনে আরও বেশি ত্রাণ পাঠিয়ে দেওয়া যায়, সেই চেষ্টা চলছে।” জানা গিয়েছে, চলতি সপ্তাহেই আবার গাজা সফরে যেতে পারেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। 

[আরও পড়ুন: ৫ কোটি টাকা হাতিয়ে দিল্লিতে গা ঢাকা, অনলাইন শপিং করতে গিয়েই জালে বাবা-ছেলে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement