Advertisement
Advertisement

এবার রূপান্তরকামীদের জন্য পাকিস্তানে তৈরি হচ্ছে মসজিদ

সফরের পাওয়া জমিতেই মসজিদ নির্মাণের কাজ শুরু হচ্ছে৷

Transgenders will soon get a mosque in Islamabad
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 24, 2016 2:09 pm
  • Updated:November 24, 2016 2:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজে তাঁরা এখনও অবাঞ্ছিত৷ সাধারণ মানুষ তাঁদের ‘অন্য’ চোখে দেখতেই অভ্যস্ত৷ তাঁদের নিয়ে হামেশাই চলে হাসি ঠাট্টা৷ এমনকী ওপরওয়ালার প্রার্থনা করার উপরও রয়েছে বাধা-নিষেধ৷ আর পাঁচজনের থেকে তাঁদের আলাদা করেই রাখা হয়৷ তাঁরা রূপান্তরকামী৷ এবার নিজেদের জন্য সরব হচ্ছেন তাঁরা৷ ইসলামাবাদে রূপান্তরকামীদের জন্য তৈরি হচ্ছে একটি নয়া মজসিদ৷ যেখানে সমাজের বাকি শ্রেণির মানুষ আর তাঁদের হেয় করার সাহস পাবে না৷

কথায় বলে ওপরওয়ালার অবারিত দ্বার৷ কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানের রূপান্তকামীদের কোনও মসজিদে প্রবেশের অনুমতি নেই৷ তাই তাঁদের জন্য নয়া মসজিদ তৈরির অভিনব উদ্যোগ নিয়েছে শিমেল অ্যাসোসিয়েশন ফর ফান্ডামেন্টাল রাইটস (SAFAR)৷ সংস্থার ম্যানেজার নাদিম কাশিস জানিয়েছেন, এই মসজিদ সমাজের কাছে একটাই বার্তা তুলে ধরতে চায় যে রূপান্তরকামীরাও মুসলিম৷ বাকিদের মতো তাঁদেরও মুসলিম ধর্মগ্রন্থ কোরান পড়া এবং প্রার্থনার অধিকার আছে৷ সফরের পাওয়া জমিতেই মসজিদ নির্মাণের কাজ শুরু হচ্ছে৷ সংস্থা এখনও পর্যন্ত মসজিদ তৈরির খাতে সাত লক্ষ টাকা জমা করেছে৷ নাদিম আরও জানান, এই মসজিদে এক হাজার মানুষ একসঙ্গে নমাজ পড়তে পারবেন৷

Advertisement

উল্লেখ্যে, এর আগে গোটা বিশ্বে ইন্দোনেশিয়ায় রূপান্তরকামীদের জন্য প্রথম মসজিদটি তৈরি হয়েছিল৷ এবার একই পরিবর্তনের সাক্ষী হতে চলেছে পাকিস্তানের রাজধানীও৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement