সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানবন্দরে চরম হেনস্তার শিকার হলেন এক রূপান্তরকামী৷ সিকিওরিটি চেকিংয়ের নাম করে রীতিমতো অপমান করা হল তাঁকে৷ আবু ধাবি বিমানবন্দরে ঘটনাটি ঘটার পরেই বিস্তর বিতর্কের সৃষ্টি হয়েছে৷
জানা গিয়েছে, রূপান্তরকামী আবিনা আহের একজন এলজিবিটি সংগঠক৷ গোটা ঘটনায় তিনি অত্যন্ত অপমানিত এবং লজ্জিত হয়েছেন বলে জানিয়েছেন৷ কেনিয়া থেকে আবু ধাবি হয়ে ভারতে ফিরছিলেন তিনি৷ সেই সময় আবু ধাবির সিকিওরিটি চেকিংয়ের সময়ই গোলযোগ বাধে৷ প্রথমে তিনি মহিলা নিরাপত্তারক্ষীদের কাছে চেকিংয়ের জন্য গেলে, তাঁরা চেকিং করতে অস্বীকার করেন৷ এরপর ঘটনাস্থলে পুরুষ নিরাপত্তারক্ষীরা হাজির হয়ে তাঁকে কটূক্তি করতে শুরু করেন৷ তাঁকে প্রশ্ন করা হয়, “তিনি পুরুষ না মহিলা”! এরপর এক নিরাপত্তারক্ষী নেহাতই মজার ছলে নাকি বলেন, “এ হচ্ছে অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ”! মানসিক অত্যাচার করেই থামতে চাননি তাঁরা৷ তাঁর অভিযোগ, পুরুষ নিরাপত্তারক্ষীরা নাকি চেকিংয়ের নামে আহেরের শরীর স্পর্শ করতেও চেষ্টা করেছিলেন৷
গোটা ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই রূপান্তরকামী৷ আমিরশাহী দূতাবাসে ঘটনাটির কথা জানানো হলে, তাঁদের তরফ থেকে গোটা বিষয়টিকে দুঃখজনক আখ্যা দেওয়া হয়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.