Advertisement
Advertisement

Breaking News

সন্তান জন্ম দিলেন এই রূপান্তরকামী দম্পতি

সামাজিকতা নয় মানবিকতার নয়া ইতিহাস সৃষ্টি করলেন ফার্নান্দো-ডিয়ান৷

Transgender couple makes history as they make a baby together
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 26, 2016 4:53 pm
  • Updated:September 26, 2016 5:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকৃতির নিয়ম কী ওঁদের জানা নেই৷ ওঁরা শুধু জানেন, বেঁচে থাকা মানে জীবনকে ভালবেসে বেঁচে থাকা৷ নতুন জীবনের সঞ্চার করা৷ তাই সামাজিকতার বিরুদ্ধে লড়াই করেছিলেন দু’জনে৷ ফার্নান্দো ম্যাকাডো জন্মেছিলেন মেয়ে হয়ে৷ আর ডিয়ান রডরিগেজের জন্ম হয়েছিল ছেলে হিসেবে৷ দু’জনেই ছিলেন রূপান্তরকামী৷ লিঙ্গ পরিবর্তনও করেছিলেন৷ আবার ভালবেসেছিলেন একে অপরকেই৷

ইকুয়েডরে সুখের সংসার পেতে ছিলেন৷ ভালবাসার সেই সম্পর্ক পরিণতি পেল ইতিহাস সৃষ্টি করে৷ দক্ষিণ আমেরিকার প্রথম রূপান্তরকামী দম্পতি হিসেবে সন্তানসুখ পেলেন ফার্নান্দো ও ডিয়ান৷ ডিয়ান সম্পর্কে মা হলেও দু’জনের সন্তানকে জন্ম দিয়েছেন ফার্নান্দোই৷ কারণ নিজের সম্পূর্ণ লিঙ্গ পরিবর্তন করেননি তিনি৷

Advertisement

নিজেদের আর পাঁচটা দম্পতির মতোই মনে করেন ফার্নান্দো ও ডিয়ান৷ একমাত্র সন্তানকে সেভাবেই মানুষ করতে চান৷ চান স্ত্রী-পুরুষের পরিচিতির উর্ধ্বে উঠে মানবতাকেই অগ্রাধিকার দিক তাঁদের এই পরবর্তী প্রজন্ম৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement