সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভয়াবহ দুর্ঘটনা (Accident) পাকিস্তানে। রেলওয়ে ক্রসিংয়ে বাসে ধাক্কা মারল ট্রেন। ঘটনাস্থলেই ১৯ জন শিখ তীর্থযাত্রীর মৃত্যু হয়। গুরুতর জখম হয়েছেন আরও আটজন। শুক্রবার পাকিস্তানের (Pakistan) পাঞ্জাব প্রদেশে ঘটনাটি ঘটে। গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এদিকে, গাফিলতির অভিযোগে রেলের ডিভিশনাল ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জখমদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Pained by the tragic demise of Sikh pilgrims in Pakistan. My thoughts are with their families and friends in this hour of grief. I pray that those pilgrims injured recover at the earliest: Prime Minister Narendra Modi pic.twitter.com/iVdanASgC1
— ANI (@ANI) July 3, 2020
জানা গিয়েছে, নানকানা সাহিব থেকে ৩০ জন শিখ তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল বাসটি। এদিকে ঘাতক শাহ হুসেন এক্সপ্রেস ট্রেনটি লাহোর থেকে করাচি যাচ্ছিল। পাঞ্জাবের ফারুকবাদ রেলওয়ে স্টেশনের কাছে রক্ষীবিহীন ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। কোনও বাধা না থাকায় বাসটি রেলওয়ে ক্রসিং পেরিয়ে আসছিল। ক্রসিংয়ের কাছে ট্রেনটি বাসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ১৯ জনের মৃত্যু হয়। গুরুতর জখম হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও আটজন।
A bus carrying Sikh pilgrims was hit by a train in Sheikhupura district in Pakistan’s Punjab, 19 passengers killed, 8 injured: Local media pic.twitter.com/udx1E5Aqv7
— ANI (@ANI) July 3, 2020
পুরো ঘটনার খোঁজ নিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান এবং রেলমন্ত্রী শেখ রশিদ। রেলের মুখপাত্র জানিয়েছে, ঘটনাস্থলে ১৫ জনের মৃত্যু হয়েছে। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। এই ঘটনাল গাফিলতির অভিযোগ ডিভিশনাল ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে। এদিকে মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। জখমদের চিকিৎসার সমস্ত দায়িত্ব সরকার নেবে বলে জানিয়েছেন তিনি। ঘটনার তদন্ত চেয়েছে অকালি দল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.