Advertisement
Advertisement

Breaking News

খারাপ আবহাওয়া ডেকে আনল বিপর্যয়, তুরস্কে রেল দুর্ঘটনায় মৃত ১০

বৃষ্টিতে রেল লাইনের নিচে ধস, লাইনচ্যুত ৬টি বগি৷

Train accident in Turkey, 10 dead
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 9, 2018 10:19 am
  • Updated:July 9, 2018 10:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সপ্তাহান্তে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা তুরস্কে৷ ইস্তানবুল যাওয়ার পথে লাইনচ্যুত ট্রেনের ছ’টি বগি৷ ১০ জনের মৃত্যু, আহত ৭৩৷

গত কয়েক বছরে একের পর এক দুর্ঘটনা৷ দেশের রেল ব্যবস্থা ঢেলে সাজিয়েছে তুরস্ক সরকার৷ এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য চালু হয়েছে দ্রুতগতির রেল পরিষেবা৷ সাধারণভাবে প্নেন বা বাসে সফর করতে পছন্দ করেন তুর্কিরা৷ তবে ইদানিং উন্নত পরিষেবার কারণে যাত্রী বেড়েছে রেলেও৷ কিন্তু, খারাপ আবহাওয়াই ডেকে আনল বিপর্যয়৷  রবিবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটল কামাল আতার্তুকের দেশে৷ প্রাণ গেল ১০ জনের৷ আহত কমপক্ষে ৭৩৷

Advertisement

[গুহার অন্ধকার থেকে জীবনের আলোয়, একে একে উদ্ধার হচ্ছে খুদে ফুটবলাররা]

রবিবার গ্রিস ও বুলগেরিয়ার সীমান্ত লাগোয়া ইডির্নে এলাকা থেকে রাজধানী ইস্তানুবলের দিকে যাচ্ছিল একটি ট্রেন৷ ট্রেনে সাড়ে তিনশোর উপর যাত্রী ছিলেন৷ মাঝপথে লাইনচ্যুত হয়ে যায় ছ’টি বগি৷ গত কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে তুরস্কে৷ রেলকর্তাদের অনুমান, প্রবল বৃষ্টিতে রেললাইনের আশেপাশে মাটি আলগা হয়ে গিয়েছিল৷ ফলে রেললাইনে নিচে ধস নামে৷ লাইন বসে যায়৷ তার জেরে লাইনচ্যুত হয়েছে ট্রেনের কামরাগুলি৷ এখনও পর্যন্ত দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ আহত কমপক্ষে ৭৩৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট৷ জানা গিয়েছে, যে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে, সেটি তুরস্কের সবচেয়ে কম গতির ট্রেন৷

বছর দশেক আগেও একবার রেললাইন ত্রুটির কারণে ট্রেন লাইনচ্যুত হয়েছিল তুরস্কে৷ প্রাণ গিয়েছিল ১০ জনের৷  তবে সেদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছিল ২০০৪ সালে৷ সাকারিয়া প্রদেশে লাইনচ্যুত হয়ে গিয়েছিল উচ্চগতিসম্পন্ন একটি ট্রেন৷ মারা গিয়েছিলেন ৪১ জন৷ আহত হন ৮০ জন৷

 

[অকেজো শরীর, তবু সুরের জাদুতে মার্কিন মুলুকে ঝড় তুলেছে এই প্রবাসী কিশোর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement