Advertisement
Advertisement

মোদির পথে হাঁটলেন ইমরান, শুরু ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ পাকিস্তান কর্মসূচি

নিয়োগ করা হবে ৬জন স্বচ্ছতা দূত৷

Towing Modi line Imran Khan launches ‘clean and green Pakistan’ campaign
Published by: Sayani Sen
  • Posted:October 8, 2018 1:39 pm
  • Updated:October 8, 2018 1:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় আসার পর দেশের উন্নতিতে একাধিক পদক্ষেপ নিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ ক্ষমতায় এসে কখনও বৃক্ষরোপণ তো কখনও খরচ কমানোর মতো কর্মসূচি নিয়েছেন তিনি৷ এবার সবুজ ও পরিষ্কার পাকিস্তান গড়ার ডাক দিলেন ইমরান৷ ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচি নিয়েছেন তিনি৷ এর আগে ‘স্বচ্ছ ভারত’ কর্মসূচি নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ইমরানের এই স্বচ্ছতা অভিযানের পদক্ষেপের ঘটনায় ওয়াকিবহাল মহলের মত, ভারতের দেখানো পথেই হাঁটছে পাকিস্তান৷

[মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হলেন যৌন হেনস্থায় অভিযুক্ত কাভানাহ]

সোমবার থেকে পথচলা শুরু ইমরান সরকারের ‘ক্লিন অ্যান্ড গ্রিন পাকিস্তান’ কর্মসূচি৷ পাকিস্তানের চারটি প্রদেশ, পাক অধিকৃত কাশ্মীর ও বালোচিস্তানে শুরু হয়েছে এই কর্মসূচি৷ ইমরান খানের এক উপদেষ্টা জানিয়েছেন, দেশজুড়ে ৬ জন স্বচ্ছতা দূত নিয়োগ করা হবে। একইসঙ্গে দেশের স্বেচ্ছাসেবী সংগঠন, ধর্মীয় নেতা, বিশিষ্ট ব্যক্তিদেরও শামিল করা হবে এই অভিযানে। এছাড়া পাকিস্তানের বেসরকারি সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে এই অভিযানে কাজ করার জন্য আহ্বান জানানো হবে৷ ২০১৪ সালে ২ অক্টোবর স্বচ্ছতা অভিযান চালু করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ২০১৯ সালের ২ অক্টোবরের মধ্যে দেশকে নির্মল করে তোলার পরিকল্পনাই রয়েছে মোদি সরকারের৷ ওই প্রকল্প বেশ সাড়া ফেলে দেয়। এই কর্মসূচিতে অংশ নিয়ে ইন্ডিয়া গেট পরিষ্কার করেন সরকারি আধিকারিকরা৷ অন্তত ৩০ লক্ষ আধিকারিক এই কর্মসূচিতে অংশ নেন৷ সরকারি বহু অভিনেতা-অভিনেত্রী, ক্রিকেটর এই কর্মসূচিতে শামিল হন৷ ভারতকে দেখেই ইমরান ‘ক্লিন অ্যান্ড গ্রিন পাকিস্তান’ কর্মসূচি নিয়েছেন বলেই মত ওয়াকিবহাল মহলের৷

Advertisement

[ট্রাম্পকে বিষ-চিঠি পাঠিয়ে খুনের ষড়যন্ত্র, গ্রেপ্তার প্রাক্তন সেনাকর্মী]

শুধু স্বচ্ছতা অভিযানই নয়৷ দেশ থেকে পোলিও দূরীকরণেরও উদ্যোগ নিয়েছেন ইমরান খান৷ পাকিস্তানের মতো দেশে পোলিও দুরীকরণের মতো অভিযান সফল করা বেশ কঠিন। কারণ এনিয়ে সেদেশে বেশ কিছু ভুল ধারণা রয়েছে। ইমরান খান পোলিও দূরীকরণের জন্য ৫ বছরের একটি প্রকল্প হাতে নিয়েছেন। গত একশো দিনের মধ্যে ইমরান খানের এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement