Advertisement
Advertisement

যৌন হেনস্তা থেকে বাঁচতে মেরুদণ্ড ভাঙল মার্কিন যুবতীর

স্থানীয় দুষ্কৃতীর হাত থেকে পালাতে গিয়ে পা পিছলে তাইল্যান্ডের পাহাড় থেকে পড়ে যান মার্কিন পর্যটক৷

Tourist falls off cliff and breaks her back after fleeing Thai 'sex attacker'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 8, 2016 11:39 am
  • Updated:September 8, 2016 11:45 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন হেনস্তা থেকে বাঁচতে গিয়ে পাহাড় থেকে পড়ে মেরুদণ্ড ভাঙল মার্কিন যুবতীর৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ তাইল্যান্ডের ক্রাবি এলাকায়৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে স্থানীয় এক যুবককে৷ অভিযুক্ত যুবক স্থানীয় একটি দোকানে কাজ করে৷

অভিযোগকারী ২৩ বছরের মার্কিন নাগরিক হানা গ্যাভিওস৷ ভিয়েতনামে শিক্ষকতা করেন হানা৷ ছুটিতে তাইল্যান্ডের পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়েছিলেন তিনি৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ক্রাবি এলাকায় ঘুরতে গিয়ে হোটেলে ফেরার রাস্তা ভুলে যান মার্কিন যুবতী৷ স্থানীয় এক দোকানে গিয়ে সাহায্য চান হানা৷ সেই দোকানেরই কর্মী অভিযুক্ত আপাই রুয়েংভোর্ন৷ অভিযোগ, হোটেল চিনিয়ে দেওয়ার বাহানায় মার্কিন যুবতীর সঙ্গে যায় আপাই৷ কিন্তু, পাহাড়ের অন্ধকার রাস্তায় আসতেই হানার উপর ঝাঁপিয়ে পড়ে সে৷ নিজেকে বাঁচাতে আপাইয়ের কানে কামড়ে দেন হানা৷ তারপর কোনওমতে পালিয়ে যান সেখান থেকে৷

Advertisement

অন্ধকারে পাহাড়ি রাস্তা দিয়ে দৌড়তে গিয়ে পা পিছলে প্রায় ৪৫ মিটার নিচে পড়ে যান মার্কিন যুবতী৷ মেরুদণ্ড ভেঙে যায় তাঁর৷ আহত হানার ওঠার শক্তি ছিল না৷ তাঁর অভিযোগ, এরপর নিচে এসে সেই অবস্থাতেও তাঁকে প্রায় ঘণ্টাখানেক শারীরিক নিগ্রহ করে আপাই৷ কিন্তু, ধর্ষণ করেনি সে৷ পরে সকালে যখন প্যারা মেডিক্যাল স্টাফরা ঘটনাস্থলে এসে পৌঁছে তাঁকে ফুকেটে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিল, সেই সময়ও ঘটনাস্থলে ফিরে এসে সব নজরে রাখছিল সে৷

হানার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ২৮ বছরের আপাই রুয়েংভোর্নকে৷ পুলিশের জেরার মুখে নিজের দোষ স্বীকার করেছে সে৷ তাইল্যান্ডের নিয়ম অনুসারে এই অপরাধের জন্য ৫ থেকে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে তার৷ এখনও হাসপাতালে চিকিৎসা চলছে হানার৷ সেরে উঠে ভিয়েতনামে আবার শিক্ষকতা করতে চান মার্কিন যুবতী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement