Advertisement
Advertisement
Ukraine

রুশ গোলায় পরোয়া নেই, কিয়েভে জেলেনস্কির সঙ্গে বৈঠক মার্কিন বিদেশ ও প্রতিরক্ষা সচিবের

আগ্রাসনের মুখে ইউক্রেনের পাশে আমেরিকা।

Top US officials Blinken, Austin meet Zelensky in Ukraine's Kyiv | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:April 25, 2022 2:13 pm
  • Updated:April 25, 2022 2:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনের পাশে আমেরিকা (America)। রবিবার যুদ্ধজর্জর দেশটিতে পৌঁছে যান মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষা সচিব লয়েড জে অস্টিন। গোলাবর্ষণের আশঙ্কার মাঝেও রাজধানী কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসেন তাঁরা।

[আরও পড়ুন: জয়ের পরই বিরোধিতার মুখে ম্যাক্রোঁ, প্যারিসের রাস্তায় পুলিশের গুলিতে নিহত ২ বিক্ষোভকারী]

জেলেনস্কির উপদেষ্টা আলেক্সি আরেস্তোভিচ এক সাক্ষাৎকারে জানান, স্থানীয় সময় মতে গতকাল অর্থাৎ রবিবার ব্লিঙ্কেন ও অস্টিনের সঙ্গে আলোচনায় বসেন জেলেনস্কি। অবশ্য এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি মার্কিন যুক্তরাষ্ট্র। সোশ্যাল মিডিয়ায় আরেস্তোভিচের দেওয়া বয়ান তুলে ধরে বিবিসি জানিয়েছে, মার্কিন বিদেশ সচিব কিয়েভে পৌঁছেছেন এবং জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসেছেন। বিষয়টি নিশ্চিত হলে যুদ্ধ শুরুর ঠিক দুই মাসের মাথায় প্রথমবারের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করলেন যুক্তরাষ্ট্রের দুই শীর্ষস্থানীয় আমলা। দুই মার্কিন প্রতিনিধির সঙ্গে বৈঠকের আলোচ্যসূচি নিয়ে এর আগে জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তা প্রদান ও অস্ত্র সরবরাহের সময়সীমার বিষয়টি বৈঠকে তুলে ধরবেন তিনি।

Advertisement

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। যুদ্ধ শুরু হওয়ার পর কিয়েভে গিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়া, ইউরোপের অন্য নেতারাও কিয়েভ সফর করেছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তাঁরা। কিন্তু ইউক্রেনে সবচেয়ে বেশি অস্ত্র ও আর্থিক সহযোগিতা পাঠানো আমেরিকা এত দিন কিয়েভে কোনও শীর্ষ প্রতিনিধি পাঠায়নি। বলে রাখা ভাল, সম্প্রতি ইউক্রেনে ৮০ কোটি ডলার মূল্যের সামরিক সরঞ্জাম পাঠানোর কথা ঘোষণা করেছেণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ নিয়ে রাশিয়ার হামলার পর কিয়েভকে দেওয়া যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা ৩০০ কোটি ডলার ছাড়িয়ে গিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি পরমাণু অস্ত্র ব্যবহার করার হুমকি দিয়েছে রাশিয়া (Russia)। যাকে ঘিরে উদ্বিগ্ন বিশ্ব। এই পরিস্থিতিতে রুশ হামলার অপেক্ষা না করে বিশ্বকে দ্রুত তৈরি হওয়ার বার্তা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। দেশের সংবাদমাধ্যমের সঙ্গে এবিষয়ে কথা বলার সময় তিনি জানান, কবে রাশিয়া পরমাণু হামলা চালাবে, সেজন্য অপেক্ষা করে বসে থাকার দরকার নেই। আমাদের প্রস্তুতি শুরু করে দিতে হবে।

[আরও পড়ুন: যুদ্ধে আপত্তি থাকলেও রুশ মাছে অরুচি নেই জাপানের, নতুন চুক্তি টোকিও-মস্কোর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement