Advertisement
Advertisement

Breaking News

পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে হাইড্রোজেন বোমা তৈরি করেছিলেন রাজীব গান্ধী

বিস্ফোরক নথি ফাঁস সিআইএ-র।

To counter Pakistan India under Rajiv  Gandhi was ready with Hydrogen Bomb
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 24, 2017 2:42 pm
  • Updated:January 24, 2017 2:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরমাণু শক্তিতে বলিয়ান দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তান যুদ্ধক্ষেত্রে মুখোমুখি হয়েছে একাধিক বার৷ তবে ১৯৬৫-র যুদ্ধই হোক কি ১৯৭১-র বাংলাদেশের মুক্তিযুদ্ধ অথবা কার্গিল, জয়ী হয়েছে ভারত৷ তবে পটপরিবর্তন হয়েছে পরমাণু অস্ত্রসম্ভারের আবির্ভাবে৷ যুদ্ধ শুরু হলে ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র প্রয়োগের হুমকি দিয়েছে ইসলামাবাদ৷ প্রত্যুত্তরে কড়া জবাব দিয়েছে ভারতও৷ তবে পরমাণু যুদ্ধের ভয়াবহতা ও পরিণাম অবর্ণনীয়৷

চিন-পাকিস্তান আঁতাত রুখতে মোদির সঙ্গেই গাঁটছড়া ট্রাম্পের!

উরি হামলা ও তার বদলা নিতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার করা সার্জিকাল স্ট্রাইকের পর, দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে৷ এমনই পরিস্থিতিতে সামনে এল এক বিস্ফোরক তথ্য৷ সম্প্রতি আমেরিকার পক্ষ থেকে কিছু গোপনীয় নথি জনসমক্ষে আনা হয়৷ সেই নথিগুলোতে বলা হয়েছে যে, ১৯৮৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজিব গান্ধী হাইড্রোজেন বোমা পরীক্ষা করার তোড়জোড় শুরু করেছিলেন৷ পাকিস্তানের ক্রমবর্ধমান পরমাণু অস্ত্র সম্প্রসারের গতিবিধিকে টেক্কা দিতে এই পন্থা নিয়েছিলেন রাজীব৷ ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা পরমাণু অস্ত্র প্রতিযোগিতাকে থামাতে সেই সময়কার মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান চেষ্টা করেছিলেন বলেও নথিগুলো থেকে জানা গিয়েছে৷ প্রায় ৯ লক্ষ গোপনীয় নথি জনসমক্ষে আনে আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএ (সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি)৷ ওই নথিগুলো থেকে আশির দশকে ভারত ও পাকিস্তানের পরমাণু গতিবিধির গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে৷

Advertisement

‘পাকিস্তানের বিবেচনাহীন পদক্ষেপ পরমাণু যুদ্ধের সম্ভাবনা বাড়িয়ে তুলছে’

সিআইএ-র ওই নথিগুলো থেকে জানা গিয়েছে যে, ১৯৮৫ সালে পাকিস্তানের সামরিক ক্ষেত্রে পরমাণু শক্তির প্রয়োগকে টেক্কা দিতে  রাজীব গান্ধী একটি হাইড্রোজেন বোমা বানানোর ও পরীক্ষা করার নির্দেশ দেন৷ মুম্বইয়ের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে ৩৬ জন বিজ্ঞানীর একটি দল এই বোমাটি বানায় বলেও দাবি করা হয়েছে ওই নথিগুলোতে৷ পাকিস্তানের পরমাণু অস্ত্র ঘাঁটিতে হামলা চালানোর ছক কষেও আন্তর্জাতিক এবং রাজনৈতিক চাপে পিছিয়ে গিয়েছিল ভারত বলে দাবি করেছে সিআইএ৷ সেই সময় আমেরিকা ও রাশিয়ার মধ্যে ঠান্ডা লড়াই চরমে৷ তাই পাকিস্তানকে দক্ষিণ এশিয়ায় পরম বন্ধু ও ভারতকে রাশিয়ার মিত্র হিসেবে দেখত ওয়াশিংটন ৷

পাকিস্তানকে জল না দিলে রক্ত বন্যা বইবে, মোদিকে হুমকি হাফিজের

মিসাইল প্রযুক্তিতে ভারতের উন্নতিতে সিঁদুরে মেঘ দেখছে পাকিস্তান

পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাখতুনদের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement