Advertisement
Advertisement

Breaking News

এবার ব্যাকটেরিয়ায় চার্জ হবে স্মার্টফোন!

এছাড়াও অন্যান্য যে কোনও আণুবীক্ষণিক যন্ত্রও একই পদ্ধতিতে চলতেই পারে৷

Tiny bacteria-powered 'windfarms' could power your future smartphone
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 12, 2016 10:38 am
  • Updated:July 12, 2016 8:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদ্যুৎ নয়, স্মার্ট ফোন এবার চলবে ব্যাকটেরিয়ার সাহায্যে৷ তাদের চলাফেরায় যে শক্তি তৈরি হবে, এতেই চলবে ফোনের ব্যাটারি৷ চলবে কম্পিউটারের অপটিক্যাল মাউসটিও৷

না, কোনও কল্পবিজ্ঞানের গল্প নয়৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীর দাবি, ব্যাকটেরিয়ার স্বাভাবিক চলাফেরায় যে শক্তি উৎপন্ন হয়, তা একত্র করে আণুবীক্ষণীক ‘উইন্ড-ফার্ম’ বা ‘বাতাসকল’ বানিয়েই স্মার্টফোনের ব্যাটারি চলবে৷ এছাড়াও অন্যান্য যে কোনও আণুবীক্ষণিক যন্ত্রও একই পদ্ধতিতে চলতেই পারে৷ এবার শুধু তা বাজারে আসার অপেক্ষা!

Advertisement

bacteria_4801

গবেষণায় দেখা গিয়েছে, অসংখ্য ঘন ব্যাকটেরিয়া নলাকার রটারের আকার ধারণ করে, যা শক্তির স্থায়ী উৎস৷ আর সেই শক্তিতেই ব্যাটারিতে চার্জ দেওয়া সম্ভব৷ ঘন ব্যাকটেরিয়া থেকে ধারাবাহিকভাবে একটি তরল বইতে থাকে৷ বিজ্ঞানীরা তরলের মধ্যে যখন ৬৪ টি সিমেট্রিক মাইক্রো-রটারের ঝাঁঝরি ডোবালেন, তখন দেখা গেল, ব্যাকটেরিয়াগুলো ক্রমাগত নিজেদের এমনভাবে সম্মিলিত করছে যে প্রতিবেশী রটারগুলো ঠিক তাদের বিপরীত দিকে ঘুরছে৷ হাওয়া কলে যেভাবে শক্তি উৎপাদিত হয়, ঠিক তেমনই দৃশ্য ধরা পড়ে এখানে৷ এবং সবচেয়ে মজার ব্যাপার হল, এই প্রক্রিয়ায় হাওয়া কলের মতো কোনও যন্ত্র আলাদা করে তৈরি করতে হয় না৷ নিজে থেকেই তৈরি হয়৷

mobile-stock-image

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement