Advertisement
Advertisement

Breaking News

Moscow

আড়াই দশকে বার বার রক্তাক্ত হয়েছে মস্কো, ফিরে দেখা আতঙ্কের সেই দিনগুলো

সপ্তাহান্তে রাশিয়ার রাজধানীতে এমন হামলার ঘটনায় ব্যাপক আতঙ্কের পরিবেশ। মৃত্যু হয়েছে কমপক্ষে ৬০ জনের। আহত দেড়শোরও বেশি। কিন্তু এই প্রথম নয়। এর আগেও বার বার জঙ্গি হামলার কবলে পড়েছে রাশিয়া। গত ২৫ বছরে প্রাণ হারিয়েছেন বহু মানুষ।

Timeline of attacks in Moscow in 25 years
Published by: Biswadip Dey
  • Posted:March 23, 2024 12:52 pm
  • Updated:March 23, 2024 2:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মস্কোর ভরা প্রেক্ষাগৃহে ঢুকে গুলিবৃষ্টি (Open fire) করেছে বন্দুকবাজের দল। সপ্তাহান্তে রাশিয়ার রাজধানীতে এমন হামলার ঘটনায় ব্যাপক আতঙ্কের পরিবেশ। মৃত্যু হয়েছে কমপক্ষে ৬০ জনের। আহত দেড়শোরও বেশি। কিন্তু এই প্রথম নয়। এর আগেও বার বার জঙ্গি হামলার কবলে পড়েছে রাশিয়া। গত ২৫ বছরে প্রাণ হারিয়েছেন বহু মানুষ।

১৯৯৯

Advertisement

১৯৯৯ সালের ১৩ সেপ্টেম্বর মস্কোর দক্ষিণপূর্বে এক আটতলা বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। মৃত্যু হয় ১১৮ জনের। কেবল ওই একটিই হামলা নয়, ওই সময় দুসপ্তাহের মধ্যে মস্কো (Moscow) ও দক্ষিণ রাশিয়ায় সব মিলিয়ে পাঁচটি বাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। প্রাণ হারান ২৯৩ জন।

[আরও পড়ুন: জঙ্গি দমনে বিরাট সাফল্য, অসম থেকে ধৃত ভারতের আইসিস প্রধান]

২০০২

একটি সঙ্গীতানুষ্ঠানের মধ্যেই মস্কোর ডাবরোভকা থিয়েটারে ঢুকে পড়ে চেচেন জঙ্গিরা। সব মিলিয়ে ২১ জন পুরুষ ও ১৯ জন নারী ছিল ওই দলে। তারা থিয়েটারে থাকা ৮০০ জনকে অপহরণ করে। দুদিন তিন রাত তাদের পণবন্দি করে রাখে চেচেন জঙ্গিরা। শেষপর্যন্ত নিরাপত্তা রক্ষীরা ভিতরে গ্যাস ঢুকিয়ে দেন। এর ফলে বহু পণবন্দিরাও মারা যান। সব মিলিয়ে ১৩০ জনের মৃত্যু হয়।

২০০৩

মস্কোর এক রক কনসার্টে হামলা করে দুই আত্মঘাতী চেচেন জঙ্গি। হামলায় মৃত্যু হয় ১৫ জনের। আহত হন অন্তত ৫০ জন।

[আরও পড়ুন: ৭ দিনের ইডি হেফাজতে কেজরিওয়াল, আরও চাপে দিল্লির মুখ্যমন্ত্রী]

২০০৪

এবারের হামলা মস্কোর সাবওয়েতে। দুই মহিলা আত্মঘাতী জঙ্গির হামলায় প্রাণ হারান ৪১ জন।

২০১০

এবার ফের মস্কোর সাবওয়েতে হামলা দুই মহিলা আত্মঘাতী জঙ্গির। মৃত্যু হয় ৪০ জনের। হামলার দায় স্বীকার করে চেচেন জঙ্গিরা।

২০১১

২০১১ সালে মস্কোর ডোমেদেদোভো বিমান বন্দরে হামলা চালায় এক আত্মঘাতী জঙ্গি। প্রাণ হারান ৩৭ জন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement