Advertisement
Advertisement

ট্রাম্পকে বিভক্ত মার্কিন মুলুকের প্রেসিডেন্ট আখ্যা দিল ‘টাইম’

ট্রাম্পের মাথায় জুড়ে দিল শিংও৷

Time Magazine ‘gave Donald Trump devil horns’
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 8, 2016 4:36 pm
  • Updated:December 8, 2016 4:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাইম ম্যাগাজিনের ‘পার্সন অফ দ্য ইয়ার ২০১৬’ ঘোষিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ টাইম ম্যাগাজিন সংস্থার পক্ষ থেকে ১১ জনের একটি তালিকা তৈরি করা হয়েছিল৷ সেই তালিকায় ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফেসবুক কর্ণধার মার্ক জুকারবার্গ প্রমুখরাও৷ কিন্তু মোদি, জুকারবার্গদের টেক্কা দিয়ে ‘পার্সন অফ দ্য ইয়ার’ শিরোপা পেলেন ট্রাম্প৷ দেশের প্রধানমন্ত্রী ‘পার্সন অফ দ্য ইয়ার’ না হওয়ায় প্রথমটায় খারাপ লাগলেও কোন কারণে ট্রাম্পকে ‘পার্সন অফ দ্য ইয়ার’ বেছে নেওয়া হয়েছে তা জেনে খানিক স্বস্তি পেয়েছে বুদ্ধিজীবী মহল৷

প্রতি বছর কোন খারাপ বা ভাল কারণের উপর ভিত্তি করেই ‘পার্সন অফ দ্য ইয়ার’ বেছে নেয় টাইম ম্যাগাজিন৷ আর চলতি বছরে ট্রাম্পকে বেছে নেওয়া হল তাঁর মন্দ উপাখ্যানের জন্যই৷ ট্রাম্পকে ২০১৬ সালের ‘পার্সন অফ দ্য ইয়ার’ ঘোষণা করার পর তাঁকে বলা হল ‘প্রেসিডেন্ট অফ দ্য ডিভাইডেড স্টেটস অফ আমেরিকা’৷ অর্থাৎ ট্রাম্প বিভক্ত মার্কিন মুলুকের প্রেসিডেন্ট৷ যদিও নিজেদের এই কর্মকাণ্ডের বিতর্ককে লাঘব করতে টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে দেখানো হয়েছে অন্য কারণ৷ ২০১৬ সালের প্রেসিডেন্ট ইলেকশনকে কেন্দ্র করে মার্কিন মুলুক রীতিমতো দু’ভাবে বিভক্ত হয়ে গিয়েছিল৷ এই কারণেই নাকি টাইম ম্যাগাজিন ট্রাম্পকে বিভক্ত মার্কিন মুলুকের প্রেসিডেন্ট আখ্যা দিয়েছে৷

Advertisement

কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই ম্যাগাজিন এতেই থেমে থাকেনি৷ ট্রাম্পের ছবির মাথায় এমন ভাবে ইংরেজিতে ‘TIME’ কথাটি লেখা রয়েছে যাতে ট্রাম্পের ঠিক মাথার উপর রয়েছে ‘M’৷ আর এটিকে দেখতে হুবহু একটি দৈত্যের শিংয়ের মতো লাগছে৷

এই ছবি প্রকাশ্যে আসার পর মোদির ‘পার্সন অফ দ্য ইয়ার’ না হওয়ায় মনে হয় কোনও খেদ রইল না৷ কারণ এমন মুকুটের চেয়ে মুকুটহীনতা ভাল!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement