Advertisement
Advertisement

Breaking News

কোণঠাসা উত্তর কোরিয়া, এবার আমেরিকার পাশে দাঁড়াল চিনও

আর একটাও পারমাণবিক অস্ত্র ছুঁড়লে উত্তর কোরিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপাবে চিন৷

Tillerson, china threatened to sanction N Korea over nuke test
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 28, 2017 4:25 am
  • Updated:April 28, 2017 7:33 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র, পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে এবার সরব হল চিনও৷ মার্কিন সেক্রেটারি অফ স্টেট রেক্স টিলারসন ফক্স নিউজকে এই কথা জানিয়েছেন৷ তাঁর দাবি, উত্তর কোরিয়াকে ‘হুমকি’ দিয়েছে চিন৷ পিয়ংইয়ং আরেকটিও পারমাণবিক অস্ত্র পরীক্ষা করলে সমস্ত সরকারি অনুদান বন্ধ করে দেবে বেজিং৷

[সিরিয়ার রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইজরায়েল]

ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে টিলারসন বলছেন, “চিনা বিদেশমন্ত্রক সূত্রে আমাদের এই খবর নিশ্চিত করা হয়েছে৷ উত্তর কোরিয়াকে কড়া ভাষায় সামরিক পারমাণবিক পরীক্ষা বন্ধ করতে বলেছে চিন৷ এমনকী, চিন এও জানিয়ে দিয়েছে যে আর একটিও পারমাণবিক পরীক্ষা চালাতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি হবে৷” এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বন্ধু চিন৷ পিয়ংইয়ংয়ের অর্থনীতি প্রায় পুরোটাই চিনের উপর নির্ভরশীল৷

Advertisement

[প্রকাশ্যে এল সম্পূর্ণ দেশী যন্ত্রাংশে নির্মিত প্রথম চিনা রণতরী]

চিনের প্রশংসা শোনা গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলাতেও৷ বৃহস্পতিবার সংবাদ সংস্থা রয়টার্সে ট্রাম্প বলেছেন, “চিনা প্রেসিডেন্ট শি জিংপিং একজন অত্যন্ত ভাল মানুষ৷ তিনি তাঁর দেশকে খুবই ভালবাসেন৷” ট্রাম্পের চেয়েও এক ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উনেরও খানিকটা প্রশংসা করেছেন টিলারসন৷ তিনি বলেছেন, “কিম একজন খুনি হতে পারেন৷ হতে পারে তাঁর ব্যবহার বিড়ম্বনা তৈরি করে৷ কিন্তু তিনি তো আর অমানুষ নন৷” তবে কিমকে নিয়ে ভাল-মন্দ কোনও মন্তব্যই করতে চাননি ট্রাম্প৷

[এবার মুসলিম নামের উপর নিষেধাজ্ঞা জারি করল চিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement