সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখের সামনে জলজ্যান্ত এক ব্যক্তিকে ঘাড় ধরে বনের ভিতর টেনে নিয়ে গেল বাঘ৷ দিল্লি চিড়িয়াখানার সেই ভাইরাল হওয়া ভিডিওর কথা মনে পড়ে? ফের ঠিক তেমনই মর্মান্তিক দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়৷ তবে এবার দিল্লি নয়, চিনের একটি চিড়িয়াখানায় এক ব্যক্তির দেহ ছিন্নভিন্ন করে দিল ৷
চিনের নিংবো শহরের ইয়ংগোর ওয়াইল্ডলাইফ পার্কের ঘটনা৷ স্ত্রী এবং সন্তানকে নিয়ে কাছ থেকে বন্যপ্রাণী দেখার শখ পূরণ করতে গিয়েছিলেন এক ব্যক্তি৷ কিন্তু সেখান থেকে আর ফেরা হল না তাঁর৷ পার্কের ভিতর বাঘের খাদ্যে পরিণত হলেন তিনি৷ ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তির ঘাড়ে কামড় বসিয়ে তাঁকে তুলে গিয়ে যায় বাঘটি৷ অসহায় ব্যক্তি বাঘের কবল থেকে কোনওভাবেই নিজেকে বাঁচাতে পারছিলেন না৷ সেই নৃশংস ঘটনা মুখ বুজে সহ্য করতে হল স্ত্রী ও সন্তানকেও৷ পার্কে উপস্থিত বাকিরাও হিংস্র পশুর সামনে দিশেহারা৷ তবে পার্ক কর্তৃপক্ষ জল কামান দিয়ে বাঘকে বাগে আনার চেষ্টা করেন৷ আতসবাজি জ্বালিয়েও ভয় দেখানোর চেষ্টা করা হয়৷ কিন্তু কোনও লাভ হয়নি৷
প্রায় ঘণ্টা খানেক ধরে এমন দৃশ্য চলতে থাকে৷ তারপর বাঘের থাবা থেকে মুক্তি পান ওই ব্যক্তি৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ গোটা ঘটনায় পার্কের ভিতর পর্যটকদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.